আড্ডার ছলে বলেছিলাম নন্দীগ্রামে দাঁড়াব, ভাবিনি এতটা সিরিয়াস হয়ে যাবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ নন্দীগ্রামে শেষ বেলায় বাড়ছে উত্তাপ। লাগাতার জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই একেরপর এক চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে যাচ্ছেন নন্দীগ্রামের ‘ভূমিপুত্র’ শুভেন্দু অধিকারীকে। ‘কোথা থেকে এল এত বাড়ি ? পেট্রোল পাম্প, ট্রলার, হাজার হাজার কোটি টাকা কামিয়েছিস। এবার কোটি কোটি দিয়ে বলবে ভোটটা দাও’। নন্দীগ্রামের আমদাবাদ হাইস্কুল মাঠের জনসভা থেকে এমনভাবেই শুভেন্দুকে একহাত নিতে দেখা যায় তৃণমূল (TMC) সুপ্রিমোকে।

এদিন মমতা নিজে নন্দিগ্রামের প্রার্থী হওয়া প্রসঙ্গেও ভোটের দু’দিন আগেই বড়সড় খোলসা করলেন। তিনি বলেন, ‘নন্দীগ্রামে আপনারা চান, আমি কি দাঁড়াই ? আমি আড্ডা মারতে মারতে বলেছিলাম, কিন্তু ভাবিনি এটা সিরিয়াস হবে।’ পাশাপাশি তিনি এও বলেন এবার জিজ্ঞেস করুন একটা প্রশ্ন, আমি কখন জানিয়েছিলাম যে আমি দাঁড়াব। যখন তুমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলে ?

নন্দীগ্রাম ছাড়া অন্য কেন্দ্র থেকেও কি লড়বেন? জানিয়ে দিলেন মমতা - Mamata Banerjee to contest from another seat apart from Nandigram? TMC supremo clarifies, Bangla News

বিজেপির (BJP) তরফে মমতাকে (Mamata Banerjee) নন্দীগ্রামে (Nandigram) বহিরাগত বলে কটাক্ষ করা প্রসঙ্গেও তিনি এদিন আরও একবার মুখ খোলেন। তিনি এদিন বলেন, ‘মিথ্যা কথা বলছে ও তো দু’জায়গা থেকে দাঁড়াবে। নন্দীগ্রাম থেকে পালাবে। বলছে বহিরাগত। বুঝুন বাংলার মুখ্যমন্ত্রীকেই বলছে বহিরাগত!’ এমনকি শুভেন্দুকে মমতা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘ গুন্ডামি, মস্তানি কাঁথিতে গিয়ে করো। তুমি নন্দীগ্রামের ভূমিপুত্র ? তোমার বাড়ি কাঁথিতে না নন্দীগ্রামে ? নন্দীগ্রামে তুমি হয়ে গেলে ভূমিপুত্র, আর আমি বহিরাগত!

তবে থেমে না থেকে শুভেন্দু মমতাকে আজ লাগাতার আক্রমণ শানিয়ে গিয়েছেন। এমনকি মমতাকে ‘ফেরেব্বাজ মুখ্যমন্ত্রী’ বলেও কটাক্ষ করেন শুভেন্দু (Suvendu Adhikari) । রবিবার অধিকারী পরিবারকে কাঠগোড়ায় তোলা নিয়ে এদিন শুভেন্দু বলেন, ‘ওঁর নন্দী মা বইটি পড়ুন। তা হলেই বুঝতে পারবেন ওঁর দ্বিচারিতা।’’ সবমিলিয়ে এবারের ভোটে ‘হটস্পট’ কেন্দ্র নন্দীগ্রামে যে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে, শেষ বেলায় তারই প্রচার বাড়ছে উত্তাপ।

সম্পর্কিত খবর