বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা ভোটের ( West Bengal Assembly Election 2021 ) আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই শাসকদল তৃণমূল ( TMC ) ফের প্রত্যাবর্তনের স্বপ্নে লড়াইয়ের ময়দানে ঝাঁপ দিয়েছে। প্রধান বিরোধী দল বিজেপিকে ( BJP ) একের পর এক জনসভা থেকে একহাত নিচ্ছেন তৃণমূল নেত্রী ( Mamata Baerjee )। থেমে নেই বিজেপিও। দিল্লি থেকে উড়ে এসে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বাচনী সভা করে চলেছেন মোদী-অমিত শাহও ( Modi & Amit Shah )। সেই সভা থেকে একাধিক দুর্নীতির অভিযোগে একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছেন তাঁরা।
এদিন পুরুলিয়ায় ( Purulia ) মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি নির্বাচনী জনসভা ( Election Campaign ) করে চলেছেন পরপর। প্রথম সভাটি ছিল পারা বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় সভাটি কাশীপুর ও তৃতীয় সভা রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে। প্রথম সভা থেকেই মমতা টার্গেট করেন বিজেপিকে। বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণের পাশাপাশি, তিনি এদিন পুরুলিয়ার মঞ্চ থেকে একাধিক প্রতিশ্রুতি দেন রাজ্যবাসীকে।
এদিনের প্রতিশ্রুতি গুলির মধ্যে তাৎপর্যপূর্ণ গুলি নীচে তুলে ধরা হল-
● জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি।
● জলের সমস্যা উল্লেখ করে তিনি জানান, নেতুরিয়া, অযোধ্যা আরও ৩ হাজার অধিবাসী জল পাবেন, পুরুলিয়ার ৫০ শতাংশ কাছে জল পৌঁছনো।
● পুরুলিয়ার জলের অভাবে চাষ না হওয়ার জন্য ৫৮ হাজার কোটি টাকা দিয়ে জল স্বপ্ন প্রকল্প।
● বাড়িতে বাড়িতে গিয়ে বিনামূল্যে রেশন সামগ্রী দিয়ে আসা।
● আরও বেশি শিক্ষক নিয়োগ – ডবল টিচার রিক্রুট।
● ১০০ দিনের কাজ বাড়ানো।
● ৭৫ শতাংশ ইউনিট বিদ্যুৎ গ্রাহীতাদের বিদ্যুতের দাম মুকুব।
● বেকারত্ব আরও পঞ্চাশ শতাংশ কমানো। এমনকি সেই হার ৫ শতাংশে নামিয়ে আনা।
● বাইরে থেকে সবাইকে চলে আসার আবেদন। রাজ্যে চাকরির অভাব না হওয়ার প্রতিশ্রুতি।
● তপশিলি আদিবাসীদের ৬০ বছর বয়স হলেই ১০০০ টাকা পেনশন।
● প্রত্যেক বিধবাকে ১ হাজার দেওয়া হবে।
● হোম ট্যুরিজমের জন্য ১০ লক্ষ টাকা লোন। সঙ্গে প্রথম বারের ৫০ হাজার টাকা সুদ।