বাংলা হান্ট ডেস্ক : সোমবার হঠাত্ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ইচ্ছেকে মান্যতা দিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে বুধবার বিকেল সাড়ে চারটের সময় সাক্ষাতের সময়সীমা ধার্য করা হয়৷ বুধবারের বৈঠকের জন্য মঙ্গলবারই দিল্লি পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী৷ নির্দিষ্ট সময় সীমা তেই বৈঠক সম্পন্ন হল৷ বৈঠক সেরে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনেই প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদী মমতা আর বহু প্রতীক্ষিত বৈঠকের দিকেই তাকিয়ে ছিল গোটা দেশবাসী৷
রাজ্যের একাধিক দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক বলে প্রাথমিক ভাবে মনে করা হলেও আসলে পুজোর পর বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে আর সেই উদ্বোধনের জন্যই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি এমনটাও বললেন মুখ্যমন্ত্রী পাশাপাশি বৃহস্পতিবার সময় হলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি৷ বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ 7 লোককল্যাণ মার্গের মোদীর বাসভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী৷দেখা হওয়া মাত্রই দুজনেই সৌজন্যের ভাব বিনিময় করেন৷ বাস ভবনে হাসিমুখে মমতাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷সাক্ষাতের প্রথমেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হতে না পারার জন্য ক্ষমা চেয়ে নেন, এর পর আজকের বৈঠক কোনো রাজনৈতিক বৈঠক নয় এটি চেয়ার টি চেয়ার মিটিং বলে জানান মুখ্যমন্ত্রী৷
এর পর অমিত শাহকে ভাই বলে সম্বোধন করে আগামীকাল তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন৷ বৈঠকে কী আলোচনা হলেও? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে সাড়ে তেরো হাজার কোটি টাকা আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন তিনি এ ছাড়াও রাজ্যের নাম বদলের বিষয়টি উত্থাপন করেছেন৷ এবং বীরভূমের কয়লাখনি উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকার বীরভূমের দেউচা পাঁচামি কয়লাখনি কেন্দ্র রাজ্যকে দিয়েছে বলেও কৃতজ্ঞতা স্বীকার করেন৷ তবে এই বৈঠকে এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷