বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন পর আগামীকাল দেখা হতে চলেছে রাজনৈতিক মহলে বরাবর সাপে-নেউলে সম্পর্ক বজায় রাখা দুই নেতা নেত্রীর৷ তার আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি৷
আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল বিকেলে রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি।
সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বুধবার বৈঠকে বসবেন। জানা গেছে, রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা পর্ব চলতে পারে। এপ্রসঙ্গে কটাক্ষ করেছেন বিজেপির অন্যতম মুখ মুকুল রায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “সাংবিধানিক পরিকাঠামোয় একজন মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন মমতা। কিন্তু এবার ব্যাপারটা হলো প্রধানমন্ত্রী তাকে সময় দেবেন কিনা এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর বিষয়।
প্রসঙ্গত, রাজীব কুমার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করেছেন মুকুল রায়৷ BJP দপ্তরে তিনি বলেন, “রাজীব কুমার কোথায় আছে? সেটা একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। CBI-এর অর্ডার রয়েছে, রাজীব কুমার রাজ্য ছেড়ে যেতে পারবেন না। এর মানে পশ্চিমবঙ্গের ভিতরেই রয়েছে রাজীব কুমার। আইন-শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর৷ তার পরের দায়িত্ব অনুজ শর্মার। অতিরিক্ত আইন-শৃঙ্খলার দায়িত্বে আছেন জ্ঞানবন্ত সিং। তাই স্বাভাবিক ভাবে প্রশ্নটার জবাব তাঁরাই দেবেন।”
প্রসঙ্গত, দাসপুরের একটি জনসভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন তৃণমূল নেতা বা পুলিসকে চ্যালেঞ্জ ছোড়ার পাশাপাশি রাজীব কুমার ইস্যুতেও মুখ খোলেন। তিনি বলেন, “মুকুল জানে মুখ্যমন্ত্রীর বাড়িতেই লুকিয়ে রয়েছে রাজীব কুমার।” প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের উদাহরণ টেনে আনেন দিলীপ, বলেন, “সিবিআই ঠিক রাজীব কুমারকে খুঁজে বের করবেই।”