বাংলাহান্ট ডেস্কঃ সারাজীবন ধরে কংগ্রেস করার পর, সম্প্রতি কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে (tmc) নাম লেখালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro)। সবুজ শিবিরে নাম লেখাতেই, তাঁকে দেওয়া হল এক গুরুত্বপূর্ণ পদ, হলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি।
তবে বর্তমান সময়ে শোনা যাচ্ছে গোয়া সফর ফ্লপ হওয়ার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বেজায় চটেছেন লুইজিনহো ফালেইরোর উপর। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফোন নাকি ধরছেন না বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী, এমনই দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (amit malviya)।
After a totally ‘flop show’ on her maiden visit to Goa, West Bengal CM Mamata Banerjee is so upset with former Goa CM Luizinho Faleiro, that she has refused to take his phone calls for the last few days.
Tripura is looking even worse for the TMC. https://t.co/2rby3yJliK
— Amit Malviya (@amitmalviya) November 6, 2021
এক ট্যুইটে অমিত মালব্য লেখেন, ‘গোয়া সফর সম্পূর্ণ ‘ফ্লপ শো’ হওয়ার পর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর উপর এতই বিরক্ত হয়েছেন যে গত কয়েকদিন ধরে তাঁর ফোন ধরছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ত্রিপুরায় আরও খারাপ অবস্থা তৃণমূলের’।
The bearer of fake news strikes again!
When @amitmalviya cannot speak to the flopped development agendas of his government, he chooses to talk about @Mamataofficial’s Goa visit that signalled a new dawn against the BJP’s era of darkness for thousands of Goans. #GoenchiNaviSakal https://t.co/jGjK1GIPjg— Luizinho Faleiro (@luizinhofaleiro) November 6, 2021
অমিত মালব্যর দাবিকে উড়িয়ে দিয়ে লুইজিনহো ট্যুইটে লেখেন, ‘আবারও হামলা করা শুরু করেছে ভুয়ো খবরের বাহক। নিজের সরকারের ফ্লপ করা উন্নয়ন এজেন্ডা নিয়ে কথা না বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে কাঁটা ছেঁড়া করছে। সেখানে গিয়ে হাজার হাজার গোয়াবাসীর জন্য বিজেপির অন্ধকার ঘুচিয়ে, নতুন ভোরের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়’।
প্রসঙ্গত, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে নাম লেখানোর পর কদিন আগেই গোয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ায় নিজেদের সংগঠনকে বাড়াতে এবং গোয়ার আকাশে সবুজ আভা ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর তৃণমূল বাহিনী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে নাম লেখান টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেতা নাফিসা আখতার।