মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা!

 

বাংলা হান্ট ডেস্ক ঃ আগামী ৩০শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন দিল্লিতে। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গিয়েছে।

আজ মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, “সৌজন্যের খাতিরে আমাদের অনুষ্ঠানে যাওয়া উচিত বলে মনে করছি।

dfaf3 thequint2f2015 082fbe05c5a4 1267 428c b461 4e01467827042fmodi mamata pti

এই বছরের কলকাতা পুরসভার ইফতার পার্টি হওয়ার কথা ছিল ৩০ শে মে। কিন্তু তখন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে দিল্লিতে থাকবেন মুখ্যমন্ত্রী সে কারণেই পিছিয়ে ৩রা জুন করা হবে ইফতার পার্টি বলে জানা গিয়েছে।

সম্পর্কিত খবর