আমরা 370 অপসারণ বিলের সমর্থন করি না, আব্দুল্লাহ-মুফাতিকে মুক্ত করুক সরকার: মমতা ব্যানার্জী।

বেশকিছুদিন পরে আরো একবার বড়ো মন্তব্য করে চর্চায় এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী(Mamata Banerjee)। ধারা 370 কেন্দ্র সরকার মুছে ফেলেছে। দেশের জনগণও এই কাজের জন্য বিজেপির পক্ষে ভোট দিয়েছিল। কারণ ভোট প্রচারের আগে বিজেপি তাদের সঙ্কল্পপত্রে ধারা 370 মুছে ফেলার ঘোষণা করেছিল। বিজেপি ক্ষমতায় এলে জম্মু-কাশ্মীর থেকে ধারা 370 মুছে দেওয়া হবে, এটা বিজেপি দ্বারা নির্বাচনী প্রচারে সময়তেই বলা হয়। দেশের মানুষও বিজেপি পার্টির উপর ভরসা করে কেন্দ্রের ক্ষমতায় তাদের নিয়ে আসে। এখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদ সামলে চাণক্য এর মত খেলা খেলে দিয়েছেন। অমিত শাহ J&K থেকে ধারা 370 মুছে ফেলেছেন একই সাথে জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেন। যা বহু সময় থেকে কোটি কোটি মানুষের স্বপ্ন ছিল তাই করে দেশকে চমকে দিয়েছে মোদী সরকার।

images 2019 07 25T194744.986

বর্তমান যুগের চাণক্য নামে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই কর্মকাণ্ডের উপর রীতিমতো আক্রোশ প্রকাশ করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস, সিপিএম এর মত দলগুলি খোলাখুলিভাবে 370 অপসারণের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। যদিও আম-আদমি পার্টির মতো কিছু বিরোধীদল সরকারের সিদ্ধান্তের সমর্থন জানিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা তৃনমূল কংগ্রেস 370 অপসারণের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। অর্থাৎ সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (TMC) ও কাশ্মীরের কট্টরপন্থীরা একই সুরে সুর মিলয়েছে। শত্রু দেশ পাকিস্তানও এক্ষেত্রে ভারত সরকারের বিরোধ করেছে।

তৃণমূল কংগ্রেস পার্টির সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী 370 ইস্যুতে মন্তব্য করেছেন। ANI থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, মমতা ব্যানার্জী ধারা 370 বিলুপ্তের বিরোধ করেছেন। মমতা ব্যানার্জী বলেছেন, আমরা ধারা 370 অপসারণের সমর্থন করি না। সরকার আমাদের কিছু জিজ্ঞাসা করেনি, আমরা সরকারের সমর্থন করছি না। কাশ্মীরের নেত্রী মেহেবুবা মুফতি যিনি ভারতকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তার প্রসঙ্গেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মমতা ব্যানার্জী আব্দুল্লাহ ও মুফাতিকে ছেড়ে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেন। মমতা ব্যানার্জী বলেন, তারা আতঙ্কবাদী নয় সেহেতু তাদের নিজের স্বাধীনতা প্রদান করা উচিত। প্রসঙ্গত, কেন্দ্র সরকার ও সেনা জম্মু-কাশ্মীরে একশন মুডে রয়েছে। 370 উপস্থাপিত পর মেহেবুবা মুফতি দেশের বিরুদ্ধে আওয়াজ তুলছিল। যার জন্য সরকার মেহবুবাকে জেল ঢুকিয়ে দিয়েছে।

mamta1

জানিয়ে দি, সংসদে 370 অপসারণের উপর ভোটিং হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস 370 থাকার সমর্থন করে। যদিও শেষমেষ 370 ধারা বিলুপ্ত করতে সরকার সক্ষম হয়। সরকার বিরোধীদের হাঙ্গামা, হৈচৈ সত্ত্বেও ধারাকে বিলুপ্ত করে দেয়।


সম্পর্কিত খবর