উত্তরবঙ্গে বিজেপি (bjp) ও আসাদ উদ্দিন ওয়েইসির মিমের বিরুদ্ধে রণং দেহি মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বিজেপি হিন্দু ভোট নেবে আর ওরা নেবে সংখ্যালঘু ভোট আর আমি কি কাঁচাকলা খাব” নিজস্ব ভঙ্গিমায় উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার জলপাইগুড়ি শহরে এবিপিসি মাঠে জনসভা থেকে দুই বিরোধীকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো।
এমনকি রাজ্য বিধানসভা ভোটে মিমের অংশগ্রহণের পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলেও তিনি দাবি করেন। মমতা বলেন, ‘বিজেপি ঐ হায়দ্রাবাদের পার্টিকে টাকা দেয়’।
রাজ্যের বিজেপি নেতৃত্ব বারবার আইনশৃঙ্খলার অবনতির কারন দেখিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি করছে। আজ তাদের বিরুদ্ধেও নিজস্ব ভঙ্গিমায় মমতা বলেন, পারলে রাষ্ট্রপতি শাসন করে দেখান। তিনি আন্দোলন থেকে উঠে এসেছেন, তার কিছু হবে না৷
বিজেপি ভয় পেয়েছে বলেও এদিন দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন ‘ ওরা ভয় পেয়েছে বলেই বোমা বন্দুক নিয়ে মিছিল করছে’। পাশাপাশি বিজেপিতে চলে যাওয়া তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তার বক্তব্য ‘নিচুতলার কর্মীরাই তৃণমূলের সম্পদ’
রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত বদলানোর সুব্রাহ্মণম স্বামীর দাবি নিয়েও এদিন ক্ষোভ উগড়ে দেন মমতা। হুশিয়ারি দিয়ে বলেন, ‘কবিগুরুর জনগনমন পালটে দেখুন না কি হয়!’
তৃণমূল নেত্রী এদিন জেপি নাড্ডার গাড়ির ওপর হামলা নিয়েও কটাক্ষ ছুঁড়ে দেন৷ পাশাপাশি এই ঘটনায় আইপিএসদের তলব নিয়ে তার সাফ বক্তব্য কেন্দ্রের এক্তিয়ার নেই। তিনি আরো বলেন, মানুষ বিজেপিকে দেখলেই রেগে যায়৷
আজ এই সভা থেকে কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রাজ্যের পাওনা ৮৫ হাজার কোটি টাকা দেয় নি। পাশাপাশি হিন্দুত্ববাদী রাজনীতি নিয়েও এদিন ভারতীয় জনতা পার্টিকে নিশানা করেন মমতা। বলেন, হিন্দু নয়, কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করেছে বিজেপি। মানুষে-মানুষে ভাগাভাগি করাই ওদের কাজ।