তিন ঘণ্টার পরীক্ষা দেড় ঘন্টায়, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে তা নিয়ে যথেষ্ট ছিলেন অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা। প্রথমে বাংলা নির্বাচনের কারণে পিছিয়ে যায় মাধ্যমিক উচ্চমাধ্যমিক। ফলতো ঠিক ছিল জুন মাসেই আয়োজন করা হবে এই পরীক্ষা গুলি। কিন্তু নির্বাচন মিটতে না মিটতে করোনার দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো জর্জরিত বাংলা। সেই কারণে স্বাভাবিকভাবেই পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষেও যে পরীক্ষা নেওয়া সম্ভব তার সাফ জানিয়ে দেয় তারা। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন, অভিভাবক বা ছাত্র-ছাত্রীদের চিন্তার কোন কারণ নেই। পরীক্ষার সঠিক সময়ে নেওয়া হবে।

এবারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে বড় বয়ান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন কলেজে ভর্তির ব্যাপার থাকে। তাই ওই পরীক্ষা আগে নেব। মাধ্যমিক তো আমাদের ঘরের ব্যাপার। তাই ওটা পরে নেওয়টার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ তিনি এও বলেন জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করবে রাজ্য। মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে আগস্টে। সাথে সাথেই প্রশ্নপত্রের সময়সীমার ক্ষেত্রেও বেশকিছু পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মতে, এবার ১০০ নম্বরের বদলে পরীক্ষা হবে ৫০ নম্বরের। সাথে সাথে অত্যাবশ্যক বিষয় ছাড়া যেন পরীক্ষা নেওয়া না হয়, এ বিষয়েও পর্ষদকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। সময়সীমা কমানোর ব্যাপারে তিনি বলেন, ‘‘তিন ঘণ্টার পরীক্ষা হলে যতগুলি প্রশ্নের উত্তর দিতে হতে। দেড় ঘণ্টার পরীক্ষা হওয়ায় উত্তর দিতে হবে তার অর্ধেক।’’

একইসঙ্গে মাধ্যমিকের ক্ষেত্রেও অত্যাবশ্যকীয় সাতটি বিষয় ছাড়া অন্য ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবছর পরীক্ষা দিচ্ছে প্রায় ১২ লক্ষ ছাত্র ছাত্রী। তাই তাদের স্বাস্থ্য ও সুরক্ষার ক্ষেত্রটি আগে খেয়াল রাখা দরকার। এই কারণে ছাত্রছাত্রীরা যাতে হোম সেন্টার পায় সে বিষয়ে এদিন পর্ষদকে নির্দেশ দিয়েছেন মমতা। তিনি বলেন,‘‘বাড়ির কাছে নিজের স্কুলে পরীক্ষার আসন পড়লে যানবাহনে চড়ে যেতে হবে না ছাত্র-ছাত্রীদের।’’ এই করোনার সময় নিজের স্কুলে পরীক্ষার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একদিকে যেমন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। তেমনি অন্যদিকে করণা থেকে অনেকটা সুরক্ষা পাওয়া যাবে। এখন আগামী দিনে কি গাইডলাইন আসে এ বিষয়ে সেদিকে নজর থাকবে সকলের।


Abhirup Das

সম্পর্কিত খবর