শীতলকুচির অডিও টেপ নিয়ে মুখ খুললেন মমতা, বললেন ‘অন্যায় কিছু বলিনি”

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল বিজেপির তরফ থেকে শিতকুচি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী এবং শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের একটি অডিও টেপ ফাঁস করা হয়। শনিবার সেই অডিও টেপ ফাঁস নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের কাটোয়ার সভা থেকে ওই ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে সরব হন তিনি।

শীতলকুচির ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে মুখ্যমন্ত্রীকে বলেন, CID কে তদন্ত করার কথা বলে দিয়েছি। অন্যায় তো কিছু বলি? কতগুলো বাচ্চাকে মেরে দিয়েছে। আমি বলেছি ডেডবডি গুলো রেখে দাও। আমি যাব, ভোটের দিন যেতে পারিনি তাই পরের দিন যাব বলেছিলাম। আমি এটা সংবাদমাধ্যমকেও বলেছি। শীতলকুচি যাওয়ার ঘোষণার পর নির্বাচন কমিশন বলল যাওয়া যাবে না।

বিজেপি ওই অডিও টেপ ফাঁস করার পর অভিযোগ করে বলেছিল যে, মুখ্যমন্ত্রী লাশ নিয়ে রাজনীতি করছে। আর সেই প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী বলেন, শীতলকুচি নিয়ে যেই অডিও টেপ শোনানো হয়েছে, সেটা প্রধানমন্ত্রী জনসভায় উল্লেখ করছেন। মানুষ ওনার এই কথা বুঝে গিয়েছে যে, উনি ইন্ধন দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে মুখ্যমন্ত্রী বলেন, আপনি কি আমার ফোন ট্যাপ করছেন? আপনার লজ্জা করে না?

Koushik Dutta

সম্পর্কিত খবর