রামনবমী নিয়ে যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়! মন্ত্রী-প্রশাসনকে সতর্ক করলেন মমতা

বাংলাহান্ট ডেস্ক : এবছর কোনও মতেই বাধা নয় রামনবমীর মিছিলে, মন্ত্রীসভার বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রমজান মাসের মধ্যেই এবার পড়েছে রামনবমী। রামনবমী উপলক্ষে প্রচুর শোভাযাত্রা এবং মিছিল বেরোয় গোটা রাজ্য জুড়েই। তার কোনওটিতেই যেন বাধা না পড়ে এবং শান্তিপূর্ণ ভাবেই যেন পালিত হয় অনুষ্ঠান তা নিশ্চিত করতেই বুধবার এই নির্দেশ দেন তিনি।

বুধবার বৈঠক চলাকালীন উত্থাপিত হয় এই বিষয়টিই। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন রামনবমী নিয়ে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে রাজ্যে। সেই সঙ্গে এই ব্যাপারে মন্ত্রী এবং প্রশাসনকে সতর্ক থাকার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবছর রামনবমী এবং রমজান মাস পড়েছে এক সঙ্গে। তাই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যাতে কোনও সংঘাত কিংবা সাম্প্রদায়িক অশান্তি তৈরি না হয় তাই নিশ্চিত করতে চায় রাজ্য সরকার। রাজ্যের সমস্ত মানুষ যাতে নিজের নিজের ইচ্ছে মত ধর্মাচারণ স্বাধীন এবং নিরাপদ ভাবে করতে পারে সেই ব্যাপারেই প্রশাসনকে সতর্ক করে মমতা এদিন বলেন, ‘রাজ্যে উৎসবের সুযোগ নিয়ে অশান্তি এবং সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছে কেউ কেউ। পুলিশ এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে। যাতে রাজ্যের কোথাও কোনও প্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে আমাদের নজর রাখতে হবে।’

উল্লেখ্য, রামনবমী উপলক্ষে রাজ্যে হাজারেরও বেশি মিছিল করার কথা ঘোষণা করেছে বিশ্ব হিন্দু পরিষদ। রামনবমী থেকে শুরু হয়ে হনুমান জয়ন্তী অবধি গোটা রাজ্য জুড়ে চলবে এই মিছিল। বলাই বাহুল্য, বহু ক্ষেত্রেই অস্ত্রহাতে রামনবমীর মিছিলে দেখা যায় বিশ্ব হিন্দু পর্ষদের নেতাদের৷ আর এই সমস্ত বিষয়কে একত্রে নিয়েই রাজ্যের প্রশাসনিক কর্তাদের আগে ভাগেই সতর্ক করলেন মমতা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর