বাংলা হান্ট ডেস্ক : লোকসভা ভোটে হঠাত্ই তৃণমূলের ভরাডুবি হয়েছে, যা সকলেরই কল্পনার অতীত ছিল। দক্ষিণবঙ্গে ভাল ফলাফল হলেও উত্তরবঙ্গে একে বারে নাস্তানাবুদ অবস্থা। কারণ উত্তরবঙ্গের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির। হারের কারণ হিসেবে এত দিন অবধি দলীয় নেতৃত্বদের দায়ী করে এসেছেন মুখ্যমন্ত্রী তবে এবার ঠিক কেন লোকসভা ভোটে তাঁদের পরাজয় হয়েছে সেই কারণ উদ্ধার করলেন মমতা।
সোমবার কোচবিহারে দলীয় কর্মসূচিতে অংশ নীতিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আফসোস করে বলেন যদি চিত্রটা লোকসভা ভোটের আগে হতো সেক্ষেত্রে হারতে হত না তাঁদের। একই সঙ্গে জেলায় যে কাজটা এখন হচ্ছে তা যদি লোকসভা ভোটের আগে হত সে ক্ষেত্রে তাঁদের ফলাফল অনেকটাই ভাল হত, বিজেপি কোনও ভাবেই ধারে কাছে ঘেঁষতে পারত না।
একই সঙ্গে হারের কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন মমতা। তাই গোষ্ঠীদ্বন্দ্ব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। এ দিন সভা মঞ্চ থেকে দলীয় কর্মী ও সমর্থক এবং নেতৃত্বদের উদ্দেশে ঝগড়া ও বন্ধ না করে সমঝোতায় আসার বার্তা দিয়েছেন। অন্যদিকে কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করে দলের নেতাদের থেকে কর্মীরা অনেক বড় এমনটাই বলেছেন তিনি।
কিছুটা হলেও বিজেপিকে তোপ দেগে কোচবিহারের গুন্ডামির কাছে তৃণমূল হেরে গিয়েছে বলে মন্তব্য করে। একই সঙ্গে তৃণমূলের টাকা না থাকলেও কাজ করার মানসিকতা আছে এমনটাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।