বাংলা হান্ট ডেস্ক : অবশেষে বহু বিতর্কের শেষে লোকসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। বাকি রাজ্য সভায়। পাশ হলেই আইন প্রনয়ন হবে। যার মাধ্যে ১১ বছর নয় মাত্র ৫ বছর আফগানিস্তান,পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দুরা ভারতের নাগরিককত্ব পাবেন। কিন্তু নাগরিক্তব সংশোধনী আইনের বরাবর বিরোধিতা করে এসেছে তৃণমূল। তাই এদিন মুখ্যমন্ত্রী ক্যাব বা নাগরিকত্ব সংশোধনী আইন দেশবাসীকে আরও সংকটের মধ্যে ফেলবে বলে মন্তব্য করেন।
এদিন নাগরিকত্ব সংশোধনী ও এনআরসি নিয়ে কার্যত খড়গহস্তে দেখা গেল মমতাকে। তাই এনআরসি নিয়ে বলতে গিয়ে তিনি সকলকে জোট বাঁধার আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি চালু করা যাবে না বলে জানান। পাশাপাশি, কেন্দ্রকে তোপ দাগতেও ছাড়েননি এদিন।
তাই এদিন খড়গপুর থেকে সরাসরি এনআরসি ও ক্যাব নিয়ে হুঁশিয়ারিও দেন মমতা, বলেন, “এনআরসি আর নাগরিকত্ব সংশোধন বিল-দুটোই কয়েনের এপিঠ-ওপিঠ। কিন্তু আপনারা ভয় পাবেন না। আমরা থাকতে কারও ক্ষমতা নেই কাউকে ওরা দেশ ছাড়া করবে।”
একই সঙ্গে দেশ থেকে কাউকে না তারিয়ে সকলে খাদ্য, বস্ত্র ও বাসস্থান সুনিশ্চিত করতে হবে বলেও দাবি তোলেন তিনি। এনআরসি ও নাগরিকত্ব সংশোধনীর বিরোধিতা করে মমতা বলেন, “আমাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। তাহলে আবার কিসের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? তাই সকলকে আশ্বস্থ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এনআরসি আরসিএবি নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।