আগুণ নিয়ে খেলবেন না, সরকারি সম্পত্তি নষ্টের আইন আছে: মমতা বন্দ্যোপাধ্য়ায়

বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে নাগরিকত্ব আইন প্রণয়নের পর বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। যদিও অন্যান্য রাজ্যগুলিতে কম বেশি আঁচ পড়েছে কিন্তু তা সত্ত্বেও রাজ্যে যা অবস্থা তা নিয়ে নতুন করে কিছু বলা মানেই বোকামো। যদিও হিংসাত্মক ঘটনা ঘটেছে সবথেকে বেশি যোগী রাজ্যে। কিন্তু আইনের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু প্রতিবাদ মিছিল ও শান্তিপূর্ণ প্রতিবাদ পদযাত্রা ও সভার আয়োজন করা হয়েছে বেশ দুই সপ্তাহ ধরে।

যেভাবে নাগরিকত্ব আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় খড়গহস্ত নিয়েছেন তাতে রাজ্যে যেকোনো ভাবেই নাগরিকত্ব আইন পর্ণয়ন বন্ধ করতে তিনি মরিয়া। তবে যেভাবে ভাঙচুর চলেছে এবং সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে তাতে বার বার বাধ সেঁধেছেন তিনি। যদিও বন্ধ হয়নি। কিন্তু এবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন মূলক ব্যবস্থা নিতে অন্যপথে হাঁটছে বিজেপি শাসিত রাজ্যগুলি।732691 mamata kolkata pti

তাই এবার সেই সমস্ত রাজ্যের জন্য বিজেপিকে শাসালেন মুখ্যমন্ত্রী। এবার বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে মিছিল থেকে সরাসরি সেই বিজেপিকে আক্রমন শানিয়ে মুখ্যমন্ত্রী একপ্রকার হুঁশিয়ারি দিলেন। এদিন তিনি বলেন, ”বিজেপিকে বলছি, আগুন নিয়ে খেলবেন না। সরকারি সম্পত্তি নষ্টের আইন আছে। আমরাও তা জানি। কিন্তু এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন।

এখানে এই আইন খাটাইনি আমরা”। পাশাপাশি দমনমূলক আইন যে সকলের জন্য ভালো হবে না তাও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে মুখ্যমন্ত্রী। এমনকি বিজেপিকে নিজেদের বিবেক ও বুদ্ধি খাটানোর পরামর্শও দেন। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে সবথেকে বেশি বিক্ষোভের প্রভাব পড়েছে উত্তরপ্রদেশ ও কর্নাটকে। বিক্ষোভের জেরে প্রাণহানিও ঘটেছে। এমনকি গ্রেফতারও হয়েছেন অনেকে।

সম্পর্কিত খবর