মরে গেলেও রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হতে দেওয়া যাবে না, সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : এর আগেই তিনি পদযাত্রা থেকে তাঁর জীবদ্দশায় কোনও ভাবেই এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। পদযাত্রা থেকে বার বার স্লোগান তুলেছিলেন বিরোধিতায় সুর ছড়িয়েছিলেন এবার নৈহাটির উত্সব উদ্বোধনেও নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি র বিরোধিতায় সরব হলেন মমতা। হুঁশিয়ারি দিয়ে বললেন এ রাজ্যের ক্ষমতায় আছি আমরা মনে রাখবেন এখানে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না, মরে যাব তবু ডিটেনশন ক্যাম্প করতে দেব না।

পাশাপাশি তিনি আরও বলেন বিজেপি সরকার ছিল বলে অসমে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছেই। আসলে অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাঁরা তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন তাঁদের ঠাঁই হয়েছে শরণার্থী শিবিরে । তার পর সমস্ত রাজ্যে এনআরসি চালু করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি কিন্তু প্রথম থেকেই এনআরসি চালু করার ব্যাপারে বিরোধিতা করে এসেছেন মমতা।Mamata Banerjee.pti 0

তাই এদিন অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার পর যাদবপুরের উদ্বাস্তুদের আবেদনকে প্রাধান্য দিয়ে জমির দলিল তুলে দেওয়ার কথা জানান পাশাপাশি বাংলার সমস্ত উদ্বাস্তু করণকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে এ দিন নাগরিকত্ব আইন নিয়ে বোঝাতে শুরু করেন আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে জানান এই আইনের মাধ্যমে ভারতবাসীরা বিজেপি হয়ে যাবেন, এমনকী কাউকে ইচ্ছা করে নাগরিকত্ব দেবে আবার নাও দিতে পারে কেন্দ্রীয় সরকার

পাশাপাশি তিনি আরও বলেন রেশন কার্ড ভোটার কার্ড আছে যাঁদের ওরা সকলেই নাগরিক। অন্যদিকে সাত বারের সাংসদ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সমস্ত আইন তার পড়তে পড়তেই বোঝা রয়েছে বলেও জানান মমতা। এর পর নৈহাটি এলাকার প্রসঙ্গ তুলে ধরেন। অতীতে নৈহাটির হাল হকিক ঠিক কেমন ছিল তা ও স্মরণ করে দেন মমতা।

সম্পর্কিত খবর