আগামী কয়েক বছরের মধ্যেই ৫০ লক্ষ কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গে, জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র বছর কয়েকের অপেক্ষা। তারপরেই বাংলায় ৫০ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের শিল্প বৈঠক থেকে এহেন দাবিই করতে দেখা যায় তাঁকে।

শিল্প বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাই আগামী দিনের শিল্পের ও কর্মসংস্থান সৃষ্টির গন্তব্য। এখন শিল্পই আমাদের লক্ষ্য। গত দশবছরে বহু ছোটো এবং বড় শিল্প বাংলায় হয়েছে। বিনিয়োগ হয়েছে সাড়ে চার লক্ষ কোটি টাকা। এখন আমাদের লক্ষ্য আরও বড় শিল্প নির্মান করা।’

এদিন কোথায় কোথায় কর্মসংস্থান হতে পারে তা নিয়েও বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী বলেন, ‘ তাজপুরের পাশাপাশি দেউচা পাচামিতে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। জঙ্গলমহলের জঙ্গলসুন্দরী ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৬০০ একর জমি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। একটি স্লোভেনিয়ান কোম্পানি পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য রাজিও হয়েছে। আগামী পাঁচ বছরে রাজারহাটের সিলিকন ভ্যালিতে ৫০ হাজার কর্মসংস্থান হবে। ৫ লক্ষ কর্মসংস্থান হবে বানতলা ফুটওয়্যার পার্কে। ব্যক্তিগত মালিকানাধীন ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিনিয়োগ হবে ৩১ কোটি টাকা। সেখানে কর্মসংস্থান হবে ৩ লক্ষ ৫২ হাজার জনের।’

mamata 7 1

একই সঙ্গে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরকে হুঁশিয়ারিও দিতে দেখা যায় তাঁকে। কোনও গাফিলতি মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোনও বড় শিল্প জমি চাইলে দুমাসের মধ্যে ছাড়পত্র দিতে হবে তাতে। কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।’

প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের শিল্প বৈঠকে উপস্থিত ছিলেন হর্ষবর্ধন নেউটিয়া, করণ আদানি, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়ের মতন বিরাট মাপের শিল্পপতিরা। সেখানেই কুলপি এবং তাজপুরে বন্দর তৈরির জন্য বিনিয়োগ করতে আগ্রহী, এমনটাই জানিয়েছে করণ আদানির মালিকানাধীন সংস্থা আদানি পোর্ট।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর