‘কাজ করলে ভুল তো হবেই, কূটকচালি করে দিল্লিকে বলছে টাকা না দিতে’, নিয়োগ দুর্নীতিতে BJP কে তোপ মমতার

বাংলাহান্ট ডেস্ক : এদিন নেতাজি ইন্ডোরে ছিল ট্যাব প্রদানের অনুষ্ঠান। সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে আরও একবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দলীয় নেতা কর্মীদের কাউকে ভয় না পাওয়ার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধানের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এদিন বলেন, ‘কাজ করতে গেলে ভুল তো হয়। রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খাই না? হোঁচট খেলে পায়ে লাগে। তারপরে সেটা ঠিক করে নিতে হয়। দেখে হাঁটতে হয়। যদি কেউ ভুলভ্রান্তি করে তা শুধরে নেওয়া হবে। আইন আইনের পথে চলবে। কিছু লোক যারা বাংলাকে ভালবাসে না তারা সারাক্ষণ চক্রান্ত, অপপ্রচার করছে। নিজের বুদ্ধি কাজে লাগান। সব তথ্য সত্য নয়। কোনও সংকটে ভয় পাবেন না। সাহসীভাবে লড়াই করাই আমাদের কাজ।’

   

আরও একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে আর্থিক সাহায্য বন্ধ করার অভিযোগও এদিন তুলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলায় বসেই বাংলা বিরোধী কাজ করবে। শুধু কূটকচালি করবে। বাংলায় থেকে দিল্লিকে বলছে টাকা না দিতে। আমার বয়েই গিয়েছে। বাংলা নিজের পায়ে দাঁড়াতে পারে। দিল্লিকে মনে রাখতে হবে আমাদের আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি।’

এদিনের অনুষ্ঠানমঞ্চে দাঁড়িয়ে শিক্ষক, অধ্যাপকদের বুকভরা প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। এছাড়া গত কয়েকবছরে রাজ্যের শিক্ষাব্যবস্থার অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। ছাত্রছাত্রীদের আরও এগিয়ে চলার বার্তা দিয়ে এদিনের অনুষ্ঠান শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর