‘বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে ভোট দিন’, ইদের মঞ্চ থেকে BJP কে হারানোর মোক্ষম চাল মমতার

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আসন্ন হলেও তৃণমূল (Trinamool Congress) দলনেত্রী পরিষ্কার বলছেন দলের নিশানা এখন শুধুই ২০২৪-এর লোকসভা নির্বাচন। ইদ উপলক্ষে শনিবার রেড রোডের অনুষ্ঠানে গিয়েও সে কথা একাধিক বার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪-এ যাতে প্রত্যেকে ভোট দেন, সেই আবেদনই করেন তিনি।

ইদের নমাজের আগে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যের অধিকাংশ জুড়েই ছিল মূলত রাজনৈতিক বিষয়। বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে মমতা বলেন, মোদি সরকারকে কেন্দ্র থেকে হটাতে সর্বাত্মক প্রচেষ্টা করবেন তিনি। তার জন্য এক হয়ে লড়াই করার আহ্বানও জানান সকলকে।

   

mamata

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এক বছর পরই নির্বাচন। আপনাদের যত লোক বাইরে কাজ করেন, তাঁরা প্রত্যেকে এসে ভোট দেবেন। সবাইকে ভোট দিতে হবে। গণতন্ত্র চলে গেলে সব শেষ হয়ে যাবে। ওরা দেশের সংবিধান বদলে দিতে চাইছে। ইতিহাস বদলে দিতে চাইছে।’ বিজেপিকে কটাক্ষ করে মমতা আরও বলেন, ‘ওরা দেশকে টুকরো করতে চায়। আমরা নিজেদের জীবন দিয়ে দিতে রাজি, তবু দেশ ভাঙতে দেব না।’

এদিনের মঞ্চ থেকে মমতা আরও দাবি করেন, এ রাজ্যের সরকারকেও বিজেপির সঙ্গে লড়াই করতে হচ্ছে, কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে লড়াই করতে হচ্ছে। তবে লড়তে কখনও ভয় পান না বলেই দাবি মুখ্যমন্ত্রীর। ২৪-এর লড়াইতে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা শোনা যায় তৃণমূল সুপ্রিমোর মুখে।

বিলকিস বানো প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন বিলকিস বানো ধর্ষণ মামলায় সব দোষীকেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল এই বিষয়টিকে এত সহজে ছেড়ে দেবে না বলেই দাবি করেন মমতা। সর্বোচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর