বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে ছাত্রছাত্রীদের মধ্যে নেতাজির আদর্শকে গড়ে তুলতে রাজ্যে তৈরি হচ্ছে জয় হিন্দ বাহিনী। এবার সোমবার মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদন পেল এই প্রকল্প। রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হবে জয় হিন্দ বাহিনী। এর মাধ্যকে ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হবে। নেতাজির ছবি দেওয়া পোষাকই ব্যবহার করা হবে এই বাহিনীতে। জয় হিন্দ বাহিনীর লোগোটি তৈরি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
জানা যাচ্ছে আপাতত চারটি ভাগে ভাগ করা হয়েছে পুরো প্রকল্পটিতে। কলকাতা, জঙ্গলমহল, শিলিগুড়ি এবং ব্যারাকপুর, এই চারটি জোনের অন্তর্ভুক্ত করা হবে রাজ্যের প্রতিটি জেলাকেই। ছাত্রছাত্রীদের চরিত্র, ব্যক্তিত্ব এবং মানসিকতা উন্নত করার চেষ্টা চালাবে এই বাহিনী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানান, ‘আপাতত আমরা চারটি জ়োনে ভাগ করছি। জঙ্গলমহল এলাকা, উত্তরবঙ্গের জন্য শিলিগুড়ি, কলকাতা এবং ব্যারাকপুর এই চারটি জোনে ভাগ করে, সব জেলার ছেলে-মেয়েদেরই এর অন্তর্ভুক্ত করা হবে।
তাঁদের উন্নততর মানুষ তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে এবং আজাদ হিন্দ ফৌজের যে বাহিনী তৈরি করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু সেই ধরনের পোশাকই আমরা ব্যবহার করব। যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ও স্লোগান উভয়ই আগামী প্রজন্ম মনে রাখতে পারে, স্মরণ করতে পারে। এর পাশাপাশি স্বামী বিবেকানন্দের উন্নততর মানুষ গঠনের চেষ্টা এই জয় হিন্দ বাহিনীর কাজ হবে।’
প্রসঙ্গত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাতিলের ইস্যুতে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। নেতাজি বিষয়ক এই ট্যাবলো বাতিল করে নেতাজিকে অপমান করছে কেন্দ্র এমন অভিযোগও আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জবাবে নেতাজিকে নিয়ে একগুচ্ছ নতুন প্রকল্পের কথা জানান তিনি।
সেগুলির মধ্যে জয় হিন্দ বাহিনী ছাড়াও ছিল নেতাজির নামে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। রাজারহাটে নেতাজির একটি মূর্তি বসানোর কথাও ঘোষণা করেছিলেন তিনি। এবার সেই দিকে বেশ কিছুটা এগিয়ে গেল রাজ্য। মন্ত্রীসভার অনুমোদন পাওয়ার পর এবার অতি দ্রুত শুরু হতে চলেছে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার কাজ।