ফের যোগীরাজ্যে মমতা, এবার মোদীর কেন্দ্র বারাণসীতে গর্জাবেন ‘বাংলার মেয়ে”

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে দেশের প্রধান বিজেপি বিরোধী মুখ তিনি। একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে গোহারা হারানোর পর বাংলার মুখ্যমন্ত্রীই এখন দেশের মানুষের কাছে মোদী বিরোধীতার ক্ষেত্রে সবচেয়ে পছন্দের। তাই তাঁর ভাবমূর্তিকে কাজে লাগিয়ে যে আসন্ন নির্বাচনগুলিতে মানুষের কাছে পৌঁছতে চাইছে দেশের বিরোধী দলগুলি।

এবার উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে বারাণসীতে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ৩ মার্চই নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্রেই জনসভার জন্য উড়ে যাবেন মমতা। সবচেয়ে চমকপ্রদ বিষয় যেটি, নির্বাচনী প্রচারে ওই সময় উত্তরপ্রদেশেই থাকার কথা নরেন্দ্র মোদীরও।

এর আগেও গত ৮ ফেব্রুয়ারি অখিলেশ যাদবের হয়ে প্রচারে লখনউ যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ভার্চুয়াল জনসভায় বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, বেশ কিছুদিন আগে থেকেই নির্ধারিত ছিল যে শিবরাত্রীর পরই বারাণসী যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশ নির্বাচনের ক্ষেত্রে কার্যতই একটি হটস্পট বারাণসী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিগত লোকসভায় লড়েছেন এই কেন্দ্র থেকেই। সেই মাটিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী দলের হয়ে প্রচারকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। অন্যদিক থেকে দেখতে গেলে বারানসীকে বাঙালীদের ‘সেকেন্ড হোম’ বলা হয়। তাই বারানসীর মাটিতে বঙ্গকন্যা মমতার অখিলেশের হয়ে প্রচার যে যথেষ্টই প্রভাব ফেলবে সেখানকার বাঙালীদের মধ্যে তা বলাই বাহুল্য।

mamataakhilesh 1

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ এর উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপিকে কোণঠাসা করে যোগী গড় দখলে মরিয়া সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। সেই কারণে উত্তরপ্রদেশের মূলত মুসলিম ভোটকেই টার্গেট বানাচ্ছেন তিনি। সে রাজ্যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৩ দফার ভোট। এবার একই সময়ে ভোটের প্রচারে উত্তরপ্রদেশ যাচ্ছেন মোদী-মমতা। পূণ্যভূমি বারানসীর মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কী হুঙ্কার ছাড়েন বাংলার মুখ্যমন্ত্রী, তাই এখন দেখার। উত্তর প্রদেশ বিধানসভার ফলাফল ঘোষণা হতে চলেছে আগামী ১০ মার্চ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর