আজই শুরু নাইটদের IPL অভিযান; মাঠে নামার আগে শাহরুখের দলকে চাঙ্গা করলেন মমতা

Published On:

IPL শুরুর আগেই প্রিয় শাহরুখের (Shahrukh khan) দলকে নিজস্ব ভঙ্গিতেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Bandopadhyay) । আর মাত্র কয়েক মুহুর্ত। তার পরেই কলকাতার নাইট বাহিনী মাঠে নামবে ২০২০ সালের IPL এ । উত্তেজনায় ফুটছে গোটা তিলোত্তমা। তার বাইরে নন স্বয়ং মুখ্যমন্ত্রীও। টুইট বার্তায় তিনি জানালেন আগাম শুভেচ্ছাবার্তা।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে শাহরুখ খানের সম্পর্ক খুবই ভালো। শাহরুখ বাংলার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার। কলকাতায় খেলা থাকলে মাঝে মধ্যেই উপস্থিত হন মমতা ব্যানার্জিও। ২০২০ সালে আবু ধাবিতে প্রথম ম্যাচেই নাইটদের সামনে মুম্বই ইন্ডিয়ানস। মাঠে নামার আগেই খেলোয়াড়দের চাঙ্গা করলেন মমতা। টুইট বার্তায় তিনি লেখেন –

‘করব, লড়ব, জিতব’ ২০২০ সালে ইতিমধ্যে ভারতের আত্মা হয়ে দাঁড়িয়েছে। ঘাম ঝরিয়ে সংকটে লড়াই করছে সবাই।  চ্যাম্পিয়নদের আরও এক দল আজ মাঠে নেমে প্রতিটি বাড়িতে আনন্দ আনার চেষ্টা করছে।
আইপিএল শুরু করা কলকাতা নাইট রাইডার্স এবং প্রিয়তম শাহরুখকে আমার শুভেচ্ছা। # kkrhai taiyaar

আজ আবুধাবিতে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করতে চলেছে দীনেশ কার্তিক, শুভমান গিলরা। এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল ব্যাপক শক্তিশালী। এবার নিলামে বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটারকে নিজেদের দলে নিয়েছে কেকেআর। সেই কারণে এবারের কেকেআর দল আগের থেকে আরও অনেক বেশি ব্যালেন্স এবং শক্তিশালী।

কলকাতা দলে যেমন আগে থেকেই রয়েছেন রাসেল, নারিন এর মত বিদেশি তারকার। তেমনি এবার যুক্ত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, রয়েছেন টম ব্যান্টন, লকি ফাগুসেনের মত তারকা বিদেশি ক্রিকেটাররাও।

সম্পর্কিত খবর

X