মোদীর কাছে সময় চাইলো মমতা,লড়াইকে থামতে কি নয়া সমীকরণ

বাংলা হান্ট নিউজ ডেস্ক :  দীর্ঘ দেড় বছর পর আবারও সাক্ষাত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রীর  মুখ্যমন্ত্রীর কাছ থেকে আবেদনপত্র পাঠানো হয়েছে৷ রাজ্যের বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে তড়িঘড়ি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের একমাত্র কারণ হলেও চলতি সপ্তাহে বিদেশ সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী৷ তাই তার আগে ছোটখাটো কয়েকটি সমস্যা সমাধান করে নিতে চাইছেন মমতা, যদিও মঙ্গলবার নয় প্রধানমন্ত্রীর দফতর থেকে বুধবার সাক্ষাতের সময় দেওয়া হয়েছে৷ তাই আবার আগামী বুধবার বিকেল চারটের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷Mamata and Modi reuters3 1

সূত্রের খবর এই সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কেন্দ্রের আর্থিক বরাদ্দ, ঋণ মকুব সহ একাধিক বিষয়ে আলোচনা করতে পারেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য মঙ্গলবার দিল্লি রওনা হয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে অবশেষে 20 সেপ্টেম্বর তারিখে রাজ্যে ফিরবেন মুখ্যমন্ত্রী৷নবান্ন সূত্রে খবর কিছু দিন আগেই এই বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী তরফ থেকে সময় চাওয়া হয়েছিল৷

উল্লেখ্য লোকসভা নির্বাচনেই বিরোধীদের জোটের সব থেকে বড় মুখ হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোটর ভেহিকেল আইন সংশোধন থেকে 370 ধারা রদের বিল পাশ করার জন্য তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী এমনকী এনআরসি নিয়েও কেন্দ্রের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যা নিয়ে মুখ্যমন্ত্রীকে বারবার কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী৷

মাত্র কয়েক দিন আগেই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছিলেন, দেশে সুপার ইমার্জেন্সি জমানা চলছে তাই দেশের সাংবিধানিক পরিকাঠামোকে অক্ষুণ্ন রাখার জন্য সকলকে অঙ্গীকার করার কথা বলেছিলেন৷ আর এর মাঝেই মোদীর সঙ্গে মমতার দেখা করতে চাওয়া রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন সমীকরণ কি না? তা নিয়ে জোর জল্পনা চলছে৷

সম্পর্কিত খবর