বাংলা হান্ট ডেস্কঃ সিএএ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে মমতার একটি শর্ত রয়েছে তার আগে, তবেই আলোচনায় বসবেন তিনি ।মমতা জানিয়েছেন, সিএএ প্রত্যাহারের আশ্বাস দিতে হবে মোদিকে । আলোচনার সদিচ্ছা দেখাতে হবে । এর জবাবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষও পাল্টা আক্রমণ করেন মমতাকে ।
এ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিএএ নিয়ে তবেই প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনায় রাজী হবেন যদি মোদি তাঁকে সিএএ প্রত্যাহারের আশ্বাস দেন । সিএএ নিয়ে জেদ ধরে থাকলে চলবে না । আলোচনায় আসতে হবে । গান্ধি মূর্তির পাদদেশে হাজির হয়ে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-এনআরসি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন । সেখানে দাঁড়িয়ে এক হাতে রঙ, অন্য হাতে তুলি নিয়ে নিজেই নাম দেন ‘তুলি পে চর্চা।’ এদিন পরোক্ষভাবে দিলীপ ঘোষকে কটাক্ষ করেন মমতা ।
মমতাকে জবাবও দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । শর্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির সঙ্গে আলোচনায় বসতে চাইছেন, কিন্তু শর্তসাপেক্ষে কোনও আলোচনা হয় না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ । দিলীপ আরও বলেন, আলোচনা করেই তো সংসদে আইন পাস করা হয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে সব প্রশ্নের জবাব দিয়েছেন বলে মন্তব্য করেন দিলীপ । মমতাকে আরও কটাক্ষ করেছেন দিলীপ, বিরোধীরা কিছু বললেই দেশদ্রোহীর তকমা লাগিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী ।সিএএ নিয়ে তর্ক আন্দোলন, মন্তব্য, পাল্টা মন্তব্যের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি থেকে গোটা দেশের রাজনীতি ।