বাংলা হান্ট ডেস্ক: দেবীপক্ষের আরম্ভ হয়েছে ইতিমধ্যেই। আনন্দ অনুষ্ঠানে ভাসছেন রাজ্যবাসী। সকলের মনেই এখন পুজো পুজো রব। প্রতিবারের মত এবারেও বেশ চমক চমক ভাবে দুর্গোৎসব পালন করা হবে কলকাতায়। এদের মধ্যে অন্যতম আকর্ষণ সুরুচি সংঘ, ও তার নয়া সুর। এবারে সুরুচি সংঘের থিম সং মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, গানটিতে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ৬৬ বছরের পুজো জুড়ে শ্রেয়া ঘোষালের সুরেলা জাদুতে মাতবেন আগত দর্শনার্থীরা। দেবীপক্ষের শুরুতে পুজোর থিম সং প্রকাশ করল দক্ষিণ কলকাতার ক্রাউড-পুলার।
এই বছর নিয়ে টানা পাঁচবার সুরুচি সংঘের পুজোর থিম সং লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গান গাইলেন শ্রেয়া ঘোষাল। শুধু তাই নয়, পুজোর থিম সঙের সঙ্গেই রিলিজ করা হল গানের ভিডিও। এই ভিডিও গানে অভিনয় করেছেন নুসরত, পরমব্রত। শনিবারের অনুষ্ঠানে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতার লেখা এবারের গানের বার্তা হলো ‘উৎসব পরম্পরার। উৎসব মেলবন্ধনের। এ আনন্দযাপনে সকলের নিমন্ত্রণ।’ গানে গানে মুখ্যমন্ত্রীর এই বার্তাই মানুষের মাঝে সুর ছড়াচ্ছে সুরুচি সংঘ। দেবীপক্ষের শুরু হতে না হতেই ঢাকের বোলে , নাচে-গানে জমে উঠেছে সুরুচির নাটমন্দির।
এবারের দূর্গা পুজা অভিনব পরিকল্পনা এনেছে সুরুচি সংঘ। এবারে একচালা সনাতনী রূপে রয়েছেন দুর্গা। মণ্ডপ জুড়ে এক লক্ষ তিরিশ হাজার তারের জালের তৈরি মেঘের চাঁদোয়া। জরাজীর্ণ বনেদি বাড়ি, কুঁড়েঘর, অট্টালিকা মিলমিশে সুরুচি সংঘে সকলকে জানানো হচ্ছে নিমন্ত্রণ।
এবারের দুর্গাপুজোয় সমস্ত রাজনৈতিক ঝুট-ঝামেলা ভুলে, সকলকে আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।