‘মুড়ি ফিরিয়ে দাও, নাহলে বিদেয় নাও’! একুশের মঞ্চ থেকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার

বাংলাহান্ট ডেস্ক : অদ্ভুত এক প্রতিবাদে সামিল হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনীতির যুদ্ধক্ষেত্রে তিনি বিজেপিকে (BJP) কোনওদিনই ছেড়ে কথা বলেন না। আর একুশের মঞ্চ থেকেও সেই কাজটাই করলেন। কড়া ভাষায় বিজেপির দিকে একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন তিনি। জিএসটি, রান্নার গ্যাস-পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে একুশের মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে একের পর এক তোপ দাগলেন মমতা।

এদিন জিএসটি এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তোপ দেগে বলেন, ‘মুড়ি খেতে গেলেও জিএসটি দিতে হচ্ছে’। তিনি বলেন, ‘একবাটি মুড়ি কিনে খাব তাতেও জিএসটি দিতে হবে। নকুল দানায় কত জিএসটি, কাটা ঘায়ে কত জিএসটি। মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি তুমি বিদেয় নাও’।

এদিন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মৃতদেহের খাট কিনতে গেলে কত জিএসটি। রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি। বেড ভাড়ায় জিএসটি। মৃত্যু হলে কত জিএসটি”।

এদিন গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানাতে একই পথ বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে একটি গ্যাস সিলিন্ডারের প্রতীকী তুলে তিনি বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর সরকার আর নেই দরকার। মুড়িতে জিএসটি বসানোর সরকার আর নেই দরকার।মুড়িতে জিএসটি বসানোর সরকার আর নেই দরকার। অগ্নিপথে না হেঁটে সেনায় লোক নিন’।

কেন্দ্রকে তোপ দেগে এদিন তিনি আরও বলেন, ‘ব্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে। পিএফের টাকা কোথায় যাচ্ছে জানি না। সব পাবলিক সেক্টরই বন্ধ। এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বন্ধ। লাখ লাখ মানুষের চাকরি গিয়েছে।’ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আমি কোনওদিন নত হয়নি। প্রয়োজনে দিল্লিতে গিয়ে লড়াই করব। আমাকে ইডি দিয়ে ভয় দেখানো যাবে না। আমরা চাই চাকরি হোক আর বিজেপি চায় চাকরি যাক। সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে। ৫০ হাজার ছেলেমেয়ে চাকরি পাবে’।


Sudipto

সম্পর্কিত খবর