কাছাকাছি এলেও হল না কথা! প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে দুরত্ব বজায় রাখলেন শুভেন্দু-মমতা

বাংলা হান্ট ডেস্ক : আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C.V. Ananda Bose)। রাজ্যপালই প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

শপথবাক্য পাঠ শেষে প্রধান বিচারপতির দু’হাত ধরে তাঁকে অভিনন্দন জানালেন রাজ্যপাল। এই শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) পৌঁছলেন। কলকাতা হাইকোর্টের ১ নম্বর কোর্ট রুমে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।

   

suvendu mamata

এখানে একমঞ্চে সব পক্ষ এলেও কিছু সময় পরই নিজের আসন বদল করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার আসন ছিল মেযর ফিরহাদ হাকিমের পাশে। শুভেন্দু সেখানে গিয়ে প্রথমে বসেনও। কিন্তু দ্রুত সেই আসন বদলে ফেলে অন্যত্র সরে যান। কলকাতা হাইকোর্টে যখন শপথবাক্য পাঠ চলছে তখন এই রাজনৈতিক চিত্র সকলের নজরে পড়ে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানের ফাঁকেই রাজনৈতিক নেতাদের আসন নিয়ে তৈরি হল সেই গোলযোগ। এই অনুষ্ঠানে শুরুর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেখানেই দেখা যায় ফিরহাদ হাকিমের পাশের আসনেই বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু আসন বদলানোর পর মমতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়। মুখ্যমন্ত্রীকে দেখে উঠে দাঁড়ান শুভেন্দু। কোনও কথা না বলেই চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, ফিরহাদ–শুভেন্দু যখন পাশাপাশি বসে তখন টুকটাক কথা বলতেও দেখা গেল দুজনকে। শুভেন্দু কথা শুরু করতেই সঙ্গ দেন ফিরহাদও। কিছুটা সময় বিরোধী দলনেতা নিজের ফোনে চোখ রাখেন। কিন্তু তার পরেই আসন বদলে নেন শুভেন্দু অধিকারী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর