বাংলা হান্ট ডেস্কঃ পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ যাদবকে প্রথমবার গারদে পাঠানো ব্যক্তি এখন আবারও শিরোনামে উঠে এসেছে। CBI থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পর ২০১১ সালে রাজনীতিতে যোগ দেওয়া উপেন্দ্রনাথ বিশ্বাস (উপেন বিশ্বাস) নিজের নতুন বইতে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। উপেনবাবু নিজের বইতে সারদা চিটফান্ড দুর্নীতিকে দেশের সবথেকে বড় দুর্নীতি বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি এও দাবি করেছেন যে, রাকেশ আস্থানাকে CBI এর নির্দেশক হওয়া থেকে রোখার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। নিজের বইতে উপেন বিশ্বাস লালু প্রসাদ যাদবকে গ্রেফতার করার সময় যা সমস্যা হয়েছিল, সেটির বর্ণনা করেছেন।
সিবিআই-এর প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের নতুন বই ‘Dhamma Adhamma” এখনও প্রকাশিত হইনি, কিন্তু সেই বইতে লেখা কথা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৭৯ বছর বয়সী উপেন বিশ্বাস নিজের বইতে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন।
একটি সাক্ষাৎকারে সিবিআই-এর প্রাক্তন আধিকারিক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা উপেন বিশ্বাস বলেন, ২০১৩ সালে সারদা চিটফান্ড মামলা চর্চায় এসেছিল, মমতা সরকারের নেতৃত্বে এটাই সবথেকে বড় দুর্নীতি। নিজের বইতে উপেন বিশ্বাস জানিয়েছেন যে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিতে ফেঁসে যাওয়া তৃণমূল নেতাদের বাঁচানোর প্রচেষ্টা করেছেন।
In #WestBengalElections season – this book by former IPS Officer of Fodder Scam fame can be fuel for political fodder. Big break by @madhuparna_N arguably the most intrepid political reporter in #WestBengal today. @ThePrintIndia https://t.co/o4UaQkG4kh #Saradha #TrinamoolCongress
— GhoseSpot (@SandipGhose) February 18, 2021
রাজ্যে যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সমস্ত দল, তখন উপেন বিশ্বাসের এই বই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে। বলে রাখি, উপেন বিশ্বাস ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে পিছিয়ে পড়া জাতীদের জন্য নির্ধারিত কল্যাণ বিভাগের মন্ত্রী ছিলেন। ১০ বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া হয়ে হয়ে থাকা উপেন বিশ্বাস এখন রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন। ওনার লেখা এই বই খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। আর প্রকাশিত হওয়ার আগেই এই বই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।