করোনা নিয়ে রণনীতি বদলাল মমতা ব্যানার্জীর সরকার, প্রশান্ত কিশোরকে ডাকল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ করোনার মহামারী অদক্ষতারা সাথে মোকাবিলার জন্য রাজ্যের মমতা সরকারের (mamata banerjee government) বড় সমালোচনা হচ্ছে। আর এবার মমতা সরকার রাজ্যে করোনার পরীক্ষণ কয়েক গুণ বাড়িয়ে, করোনার ভাইরাসে মৃত্যু এবং পরিসংখ্যান করা অডিট কমিটিতে বদল এনে এবং লকডাউন আরও কড়া করে পালন করার রণনীতি নিয়েছে। শুধু তাই নয়, মমতা সরকার এই বিষয়ে নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সাথে যোগাযোগ করেছে।

DE17PRASHANTKISHOR 1

তৃণমূল (All India Trinamool Congress) কংগ্রেসের শীর্ষ নেতাদের অনুযায়ী, রণনীতিতে বদল মানুষের মধ্যে বাড়তি অসতশ আর নিম্ন পরীক্ষণ এবং কমজোর নজরদারি নিয়ে কেন্দ্রের টিমের কড়া টিপ্পন্নির সন্মুখিন হওয়ার জন্য করা হয়েছে। করোনার নিয়ে রাজ্যে মন চলতে থাকলে আগামী বছরের বিধানসভার ভোটে তৃণমূলের জন্য বড় বিপদ আনতে পারে।

এক বরিষ্ঠ তৃণমূল নেতা বলেন, ‘জেলা থেকে আসা রিপোর্ট চরম সমস্যা তৈরি করছে, কারণ রাজ্য সরকার দ্বারা এই সঙ্কটের সময়ে নেওয়া পদক্ষেপের কারণে অনেকি ক্ষুব্ধ। কেন্দ্রের সমালোচনাও মানুষ এখন আর নিতে পারছে না। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে লাগাতার প্রশ্ন উঠছে।”

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনার আক্রান্তদের সংখ্যা ১ হাজার ৩৪৪ হয়ে গেছে। আর ১৪০ জনের মৃত্যু হয়েছে। এই ১৪০ জনের মধ্যে ৬৮ জনের মৃত্যু করোনায় আক্রান্ত হয়ে হয়েছে। আর বাকি করোনা পজেটিভ রোগীর মৃত্যু অন্যান্য রোগের কারণে হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর