বাংলা হান্ট ডেস্ক: চন্দ্রযান ২ আর কিছু সময়ের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরন করবে। সেই দিকে তাকিয়ে গোটা দেশ।আবারও উজ্জ্বল হবে ভারতের নাম। এমনই সময় এই বিষয় নিয়ে অদ্ভুত এক বক্তব্য রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিধানসভায় নাগরিকপঞ্জির বিরোধিতায় প্রস্তাব দেন ফিরহাদ হাকিম। সে নিয়ে আলোচনায় রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন,”মনে হচ্ছে প্রথমবার চন্দ্রযান পাঠানো হল। ওরা ক্ষমতায় না থাকলে যেন এই ধরনের অভিযান হতো না। এটা অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা।” মমতা আরও বলেন, ”বিজেপি নেতারা চাঁদে গিয়ে জায়গা রাখুন। ওখানে গিয়ে ফ্ল্যাট বানিয়ে থাকুন।”
এদিকে ইসরোর বিজ্ঞানীদের মাধ্যমে ভারত আবারও ছুঁতে চলেছে চাঁদের মাটি। উত্তর খুঁজতে চলেছে আমাদের উপগ্রহর অজানা নানান রহস্যের।আর কিছু সময়, তারপরই চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করতে চলেছে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। আজ বেঙ্গালুরুতে ইসরোর কন্ট্রোল রুম থেকে বিক্রমের অবতরণের মুহূর্তের সাক্ষী থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী বললেন, “১৩০ কোটির ভারতী যে মুহূর্তের প্রতীক্ষায় ছিলেন, তা এসে গিয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২-এর অবতরণ। আমাদের দেশের বিজ্ঞানীদের কীর্তির সাক্ষী থাকবে ভারত তথা সমগ্র বিশ্ব।”
এমনই এক মুহূর্তে এমন বক্তব্য ভারতবাসীর আঘাত দিতেই পারে, একথা বলা যায়।