বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় সবুজ শিবিরে ভাঙ্গন অব্যাহত। এই পরিস্থিতিতে একজোট হতে মমতা ব্যানার্জী (Mamata Banerjee) ফোন করলেন এনসিপি নেতা শরদ পাওয়ারকে (Sharad Pawar)। জানা গিয়েছে, যখন একদিকে তৃণমূলের ঘর ভাঙ্গাছে বিজেপি, তখন আসন্ন সময়ের অবস্থা চিন্তা করে রবিবার সকালেই একজোট হওয়ার লক্ষ্যে পাওয়ারকে ফোন করলেন মমতা ব্যানার্জী।
দুদিনের বাংলা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মধ্যে প্রথম দিনের সফরে মেদিনীপুরের সভায় প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব নাম লেখান বিজেপি শিবিরে। এরপরই বাংলায় তৃণমূলকে বাঁচাতে রবিবার সকালে শরদ পাওয়ারকে ফোন করেন মমতা ব্যানার্জী।
সূত্রের খবর, পাওয়ার জানিয়েছেন তারা এবং সমস্ত আঞ্চলিক দল তৃণমূলের পাশে রয়েছে। প্রয়োজনে তারা কলকাতায় এসে সভা করতেও রাজী। সম্ভবত, আগামী মাসে তারা কলকাতায় এসে সভা করতে পারে।
এঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘আমি শুধু একটা কথাই বলব- দ্যাখ এবার কেমন লাগে। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট সরকার তৈরি করে বিশ্বাসঘাতকতা করেছে ১১ সালে। সিপিএমের বিধায়ক, কংগ্রেসের বিধায়ক ভাঙ্গিয়েছে। শরদ পাওয়ারের ইতিহাসও সেই কথা বলছে। ভাঙ্গনের সংস্কৃতি নিয়ে এসেছে এই আঞ্চলিক দলগুলোই’।
প্রসঙ্গত, একটা সময় প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ নিয়ে সোমেন মিত্রের সঙ্গে বিবাদের জেরে কংগ্রেস ভেঙ্গে বেরিয়ে গিয়ে নতুন করে দল গড়েছিলেন মমতা ব্যানার্জী। অন্যদিকে শরদ পাওয়ারও সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি পদ না পেয়ে সোনিয়া বিরোধিতা করে, তাঁকে বিদেশিনী বলে আক্রমণ করে দল ভেঙ্গে ছিলেন শরদ পাওয়ার।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার