ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণের জের, যুবককে সপরিবারে প্রাণে মারার হুমকি

Published On:

ইসলাম (islam) ছেড়ে হিন্দু ধর্ম (hinduism) গ্রহণ করায় আলিগড়ের (aligarh) এক যুবককে পরিবার সহ হত্যা করার হুমকি দিল মুসলিম সমাজের একাংশ। ঘটনাটি ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

উত্তরপ্রদেশ এর আলিগড়ের বাসিন্দা ঐ যুবক ছিলেন ইসলাম ধর্মালম্বী। সে সময় তার নাম ছিল কাসিম। পরবর্তী কালে তিনি স্বেচ্ছায় নিজের ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। যার ফলে মুসলিম সমাজের একাংশের রোষের মুখে পড়েছেন যুবক ও তার পরিবার ।

স্থানীয় থানায় নিজের সুরক্ষা চেয়ে ঐ যুবক অভিযোগ করেছেন, তার নাম কাসিম। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের পরেই সপরিবারে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে । তার পুলিশি সুরক্ষার প্রয়োজন। এরপরেই তাকে পুলিশি সুরক্ষার ব্যবস্থা করে যোগী প্রশাসন।

আলিগড়ের পুলিশ সুপার (ক্রাইম) অরবিন্দ কুমার জানিয়েছেন, যুবকের অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করার পরেই তাঁর বাড়িতে পুলিশি নিরাপত্তা জারি করা হয়েছে।

 

X