তিন বছর ধরে লাগাতার খুন-শ্লীলতাহানির হুমকি, অরুণিমার বাড়ির সামনে থেকেই গ্রেফতার যুবক

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী অরুণিমা ঘোষকে (arunima ghosh) খুন ও শ্লীলতাহানির হুমকি দেওয়ার অভিযোগে রবিবার গ্রেফতার হলেন এক অভিযোগ। মুকেশ সাউ নামে গড়ফার বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, গত তিন বছর ধরে লাগাতার খুন ও শ্লীলতাহানির হুমকি দিয়ে চলেছেন তিনি অরুণিমাকে। রবিবার অভিনেত্রীর বাড়ির একেবারে সামনে থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

অরুণিমার অভিযোগ, ২০১৯ সাল থেকে এই ব‍্যক্তি তাঁকে খুন ও শ্লীলতাহানির হুমকি দিয়ে চলেছেন। প্রথমে তাঁর সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে মেসেজ করে হুমকি দিতেন ওই ব‍্যক্তি। শুধু মেসেজে থেমে যাননি মুকেশ নামে ওই ব‍্যক্তি। অরুণিমাকে বাড়ি থেকে জিম যাওয়ার সময় এমনকি বন্ধুবান্ধবদের বাড়ি যাওয়ার সময়েও ফলো করতে শুরু করেন। সঙ্গে হুমকি তো রয়েইছে।

pjimage 1 1563241595
এক সময়ে ভয়ে, আতঙ্কে অতিষ্ঠ হয়ে গত নভেম্বরে পুলিসে অভিযোগ দায়ের করেছিলেন অরুণিমা। গ্রেফতারও হয়েছিলেন ওই ব‍্যক্তি। কিন্তু জামিনে ছাড়া পেয়ে ফের হুমকি দেওয়া শুরু করেন তিনি। অরুণিমার অভিযোগ, সোশ‍্যাল মিডিয়ায় ৩০ এর বেশি ভুয়ো প্রোফাইল দিয়ে মেসেজ করে হুমকি দেওয়া হত। বহু ভুয়ো মোবাইল নম্বর ব‍্যবহার করেও অভিনেত্রীকে হুমকি দেওয়া হত বলে অভিযোগ।

রবিবার সোজা অরুণিমার বাড়ির সামনে চলে আসেন ওই ব‍্যক্তি। খুন ও শ্লীলতাহানির হুমকি দিতে শুরু করেন। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে লালবাজারে ফোন করে অভিযোগ দায়ের করেন অরুণিমা। তাঁর অভিযোগ পেয়েই তদন্তে নামে লালবাজারের গুণ্ডা দমন শাখা। রাত দশটা নাগাদ অরুণিমার বাড়ির একেবারে সামনে থেকে গ্রেফতার করা হয় ওই ব‍্যক্তিকে।

আপাতত তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে পুলিসের গোয়েন্দা বিভাগ। তিন বছর ধরে অরুণিমাকে কেন উত‍্যক্ত করছেন ওই ব‍্যক্তি, তাঁর ব‍্যক্তিগত ফোন নম্বরই বা তিনি পেলেন কোথা থেকে সমস্ত জেরা করে বের করার চেষ্টা চলছে। সোমবার ওই ব‍্যক্তিকে ব‍্যাঙ্কশাল আদালতে তোলা হবে বলে খবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর