বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় থুতু ফেলে রুটি (Making Rotis) বানানোর ঘটনা বারবার সামনে আসছে। কিছুদিন আগেই এই ধরনের ঘটনা সামনে এসেছিল লখনৌউ, মিরাট থেকে। এবার সেই রকমই একটি ঘটনা সামনে আসলো গাজিয়াবাদে (Gaziabad)। অবিশ্বাস্য সেই ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social media)। এই ভিডিওটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার তিলামোদ এলাকার। এর আগেও উত্তরপ্রদেশে এই ধরনের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে থুতু (Spit) এক ব্যক্তি রুটি তৈরি করছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করেছে গাজিয়াবাদ পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাসিরউদ্দিন। সে বিহারের কিশানগঞ্জের বাসিন্দা। তিলামোদের মোহননগর-ওয়াজিরাবাদ সড়কে অবস্থিত পসন্ডা গ্রামের একটি হোটেলের কর্মচারী ছিল সে।
Ghaziabad | आटे की लोई में थूककर बना रहा था तंदूरी रोटी, वीडियो वायरल होने के बाद की गई कार्रवाई#GhaziabadPolice #TandooriRoti #ViralVideo pic.twitter.com/InrPmOFYTn
— India TV (@indiatvnews) January 20, 2023
এসিপি শাহেদাবাদ পুনম মিশ্র বলেছেন, অভিযোগ আসার সাথে সাথেই অভিযুক্তর বিরুদ্ধে আইপিসি ধারা ২৬৯ ও ২৭০ এর অধীনে দায়ের করা হয়েছে একটি মামলা। অভিযুক্তকে গ্রেফতার করার পর তাকে হাজির করানো হয় আদালতে। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
सोशल मीडिया पर थाना टीला मोड़ क्षेत्र का एक वीडियो वायरल हो रहा है जिसमें एक व्यक्ति के द्वारा होटल में थूक लगाकर रोटी बनाई जा रही है। मामले में अभियुक्त तसीरुद्दीन को गिरफ़्तार करके आगे की वैधानिक कार्रवाई की जा रही है: पूनम मिश्रा, ACP, साहिबाबाद, उत्तर प्रदेश pic.twitter.com/beFsqRjvV4
— ANI_HindiNews (@AHindinews) January 20, 2023
এসিপি জানিয়েছেন, অভিযুক্ত এই ঘটনার পিছনে এখনও পর্যন্ত কোন সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। তবে তিনি জানিয়েছেন এর আগেও একাধিক এই ধরনের ঘটনা সামনে আসার কারণে বর্তমান মামলাটি অতি গুরুত্বের সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, একটি ক্যাটারিং টিমের সাথে নাসিরউদ্দিন খাবার তৈরি করছিলেন। সেই সময় অভিযুক্ত নাসিরউদ্দিন থুতু দিয়ে রুটি তৈরি করতে থাকেন। সেই ঘটনার ভিডিও এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এরপর দ্রুত এই ঘটনাটি ভাইরাল হয়।