বাংলাহান্ট ডেস্ক: মাঝে মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উপর পাথর হামলার ঘটনা সামনে আসে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, অন্য রাজ্যেও এই ট্রেনের উপর হামলা হয়েছে। সম্প্রতি চালু হয়েছে বেঙ্গালুরু থেকে মহীসূরগামী বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের উপরেও পাথর ছোঁড়ার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতারও করেছে রেল পুলিশ। তবে ধরা পড়ে সে যা বলেছে, তা রীতিমতো অবাক করে দিয়েছে পুলিশকে।
সম্প্রতি বন্দে বেঙ্গালুরু-মহীসূর বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার চেষ্টার অভিযোগে অভিজিৎ আগরওয়াল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর ৩৬ বছর বয়সি ওই ব্যক্তি স্বীকার করেছে, তার আগেও মহীসূর-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়েছিল সে। তবে সেটি ট্রেনের গায়ে লাগে এবং ট্রেনের কোনও ক্ষতি হয়নি। এই কাণ্ড করার পিছনে আজব এক যুক্তি দিয়েছে সে।
বেঙ্গালুরু রেলওয়ে ডিভিশনের মালুর এবং ত্যাকালের মধ্যে চলা ট্রনের উপর পাথর ছোঁড়ার অভিযোগ রয়েছে অভিজিতের উপর। রেল পুলিশের জেরায় সে জানিয়েছে, ট্রেনে পাথর ছোঁড়ার আদেশ নাকি তাকে ভগবান দিত। ভগবানের আদেশেই ট্রেনের উপর পাথর হামলা চালিয়েছে সে। তার আরও দাবি, এভাবে ট্রেনে পাথর ছুঁড়লে তাকে নাকি খাবার দিত ভগবান। তাই সে এই কাজ করেছে।
অভিজিতকে জেরার পর রেল পুলিশের কর্মীরা জানিয়েছেন, সে মানসিকভাবে অসুস্থ। গত ১৬ এপ্রিল বেঙ্গালুরু ডিভিশনে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলার অভিযোগে অভিজিতকে গ্রেফতার করে রেল পুলিশ। রেলওয়ে আইনের ১৫৩ এবং ১৪৭-এর অধীনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর অভিজিতকে মালুরের ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়।
রেল পুলিশের ইনস্পেক্টর এসকে থাপা বলেন, “গত রবিবার বিকেল ৩টে ৪৫ মিনিটে আমার দলের সঙ্গে আমি রেললাইনে টহল দিচ্ছিলাম। তখনই এক ব্যক্তিকে রেল লাইন থেকে পাথর তুলতে দেখি। কিছুক্ষণ পরেই সেখান দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস যাওয়ার কথা ছিল। সেই ট্রেনেই পাথর ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছিল সে। আমরা হাতেনাতে তাকে ধরে ফেলি।” পরে সে স্বীকার করে, এর আগে মহীসূর-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়েছিল সে।
ইনস্পেক্টর থাপা আরও জানিয়েছেন, ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন দেখাচ্ছিল। সে রেল লাইন অথবা স্টেশনেই থাকা-খাওয়া করে। পুলিশকে সে জানিয়েছে, তাকে নাকি এই কাজ করার আদেশ দিয়েছিলেন খোদ ভগবান। সে আরও জানায়, ভগবান তাকে বলেন যে ট্রেনে পাথর ছুঁড়লে তাকে খাবার দেবেন তিনি। রেল পুলিশের সিনিয়র ডিভিশনাল নিরাপত্তা কমিশনার দেবাংশু শুক্ল জানিয়েছেন, ওই ব্যক্তিকে একজন নিয়মিত পাথরবাজ বলেই মনে হয়।