ইডেন গার্ডেন্সের কাছ থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি জাল নোট! টাকা অঙ্ক জেনে ভিরমি খাচ্ছে কলকাতা পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ ফের কাঁড়ি কাঁড়ি জাল নোট (Fake Currency) পাওয়া গেল রাজ্যে! জেলা নয়, এবার খাস কলকাতা (Kolkata) থেকে উদ্ধার করা হল প্রচুর পরিমাণে জাল নোট। পুলিশ সূত্রে খবর, ইডেন গার্ডেন্সের (Eden Gardens) কাছে এক ব্যক্তিকে আটক করে কলকাতা পুলিশ (Kolkata Police)। তার কাছ থেকেই ব্যাগ ভর্তি জাল নোট উদ্ধার হয়। ওই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিনের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়।

আর কী কী জানা যাচ্ছে? পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠ পাল সরণীতে পৌঁছয় ময়দান থানার পুলিশ। সেখান থেকেই জাল নোট সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এদিন তাকে আদালতে তোলা হয়।

সূত্রের খবর, গ্রেফতার হওয়া ওই পাচারকারীর নাম মজিবুর রহমান। মোজাহার নামে পরিচিত তিনি। তার কাছ থেকে সব মিলিয়ে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। মালদার বাসিন্দা মোজাহার জাল নোট নিয়ে কলকাতা কোন উদ্দেশে এসেছিলেন তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: একটু পরেই বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির তুলকালাম! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় জারি সতর্কতা?

গোয়েন্দা সূত্রে খবর, নেপাল থেকে উত্তরবঙ্গে চোরাপথে এই জাল নোট পাচার চলছে। জাল নোট শিলিগুড়ি হয়ে পাচার হয়ে যাচ্ছে কোচবিহারের দিকে। এরপর সীমান্ত পেরিয়ে সেই নোট পাচার হচ্ছে বাংলাদেশে। দিনেদুপুরে সেই প্রতিবেশী দেশে এই নোট পাচারের কোনও ধান্দা চলছিল কিনা এসব খতিয়ে দেখা হচ্ছে।

money laundering

আরও পড়ুন: দলের আর্থিক কেলেঙ্কারি ফাঁস করতেই বিপদ! শাস্তি পাচ্ছেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

প্রসঙ্গ, বিগত কিছু মাসে একাধিকবার জাল নোট উদ্ধারের ঘটনা সামনে এসেছে। গত জানুয়ারি মাসেও কলকাতা থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় শোরগোল ছড়িয়েছিল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর