বোনকে টুকলিতে সাহায্য করাই কাল হল নকল পুলিশ দাদার! এই একটি ভুলেই সব শেষ

বাংলাহান্ট ডেস্ক : অনুপম মদন খান্ডারের বোন পাতুর শহরের একটি স্কুলে গিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে। সেই পরীক্ষাকেন্দ্রে অনুপম পুলিশের উর্দি পরে পৌঁছে যান। পরীক্ষা কেন্দ্রে যে পুলিশ কর্মীরা কাজ করছিলেন তাদের সাথে মিশে যান অনুপম। ফলে কেউ সন্দেহ করেনি যে অনুপম আসলে নকল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অনুপমের মূল লক্ষ্যই ছিল পুলিশের উর্দি পরে ,সবার চোখে ধুলো দিয়ে বোনকে পরীক্ষায় নকল করতে সাহায্য করা। তবে একটি মাত্র ভুলের কারণে অনুপমের পুরো পরিকল্পনা ভেস্তে যায়। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কিশোর শেল্কে এই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। ইনস্পেক্টর কিশোর শেল্কে এই পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য পরিদর্শন করতে আসেন।

আরোও পড়ুন : মসজিদের পর রামমন্দির! দিঘায় বাড়ছে নতুন তীর্থক্ষেত্র তৈরির সম্ভাবনা, আবেদন গেল সরকারের কাছে

ইনস্পেক্টর কিশোর শেল্কেকে দেখার পরই ওই পরীক্ষা কেন্দ্রে কর্তব্যে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা স্যালুট ঠোকেন। অন্যান্য পুলিশ কর্মীদের মতো ইনস্পেক্টরকে স্যালুট দেন অনুপমও। তবে অনুপমের স্যালুটের ভঙ্গিমা দেখে সন্দেহ হয় ইন্সপেক্টরের। এরপর ওই ইন্সপেক্টরের চোখ যায় অনুপমের উর্দিতে লাগানো নেমপ্লেটের দিকে।

arrested

পুলিশ কর্মীদের পোশাকে যেদিকে নেমপ্লেট থাকে, তার ঠিক উল্টোদিকে ছিল অনুপমের উর্দির নেমপ্লেট। এর ফলে সন্দেহ আরো গাঢ় হয় ইন্সপেক্টর কিশোরের। তারপরেই অনুপমকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আসল তথ্য। অনুপমের পকেট থেকে উদ্ধার হয় বেশ কিছু নকলের কাগজ। তারপর অনুপমকে পুলিশ গ্রেফতার করে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর