বাংলা হান্ট ডেস্কঃ ফেসবুকে (Facebook Meta) বিভিন্ন ধরণের রিয়্যাক্ট দেওয়ার সুবন্দোবস্ত রয়েছে। কারও ছবি বা পোস্ট ভালো লাগলে লাভ রিয়্যাক্ট। কারও পোস্টে মনে ব্যথা লাগলে কান্নার রিয়্যাক্ট। আবার কারও পোস্টে শুধুমাত্র নিজের উপস্থিতি বোঝাতে রয়েছে লাইক রিয়্যাক্ট। এছাড়াও রয়েছে ‘হা হা” রিয়্যাক্ট। যা কারও পোস্ট দেখে হাসি পেলে দেওয়া হয়ে থাকে।
কিন্তু বর্তমানে অনেকেই একটু বেশি মজা করতে সোশ্যাল মিডিয়ায় সিরিয়াস পোস্টগুলোতে হাসির রিয়্যাক্ট দিয়ে আসে। এছাড়াও বন্ধু, বান্ধবীর প্রোফাইল পিকচারে হাসির রিয়্যাক্ট দেওয়া এখন ‘আম বাত” হয়ে গিয়েছে। কিন্তু সেই সাধারণ বিষয় নিয়ে যে তুলকালাম কাণ্ড বেঁধে যাবে, সেটা হয়ত ওমপ্রকাশ ঠাকুর বুঝতে পারেন নি।
প্রাপ্ত খবর অনুযায়ী, কামারহাটির বাসিন্দা ওমপ্রকাশ ঠাকুর নিজের এলাকার জয়ন্ত সিং নামের এক ব্যক্তির পোস্টে হাসির রিয়্যাক্ট দিয়েছিলেন। ওমপ্রকাশের এই কাজ বরদাস্ত করতে পারেন নি জয়ন্তবাবু। পেশায় নাইটগার্ড ওমপ্রকাশকে রাতের বেলায় দলবল নিয়ে ঘিরে ধরে জয়ন্তবাবু। এরপরই তাঁকে বেধড়ক মারধর করা হয়। জয়ন্তগোষ্ঠীর থেকে মারধর খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন ওমপ্রকাশ।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওমপ্রকাশের প্রতিবেশীরা। তাঁরা থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগও দায়ের করেছেন। যদিও সেই অভিযোগের ভিত্তিতে কয়জনকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে যে, ওমপ্রকাশকে মারধর করার পর থেকে জয়ন্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্তে নেমেছে।