রাস্তায় দাঁড়িয়ে থাকা ষাঁড়কে অযথাই ক্ষেপিয়ে দিলেন এক ব্যাক্তি, তারপর হল … দেখে হাসি থামাতে পারবেন না

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ Viral Video, ভাইরাল ভিডিও- সোশ্যাল মিডিয়ায় রোজই কোনও না কোনও ভিডিও ভাইরাল (Viral Video) হয়। অনেই ভাইরাল ভিডিও আমাদের শিক্ষা দেয়, আর কিছু কিছু ভিডিও আমাদের এত হাসায় যে, হাসতে হাসতে পেটে ব্যাথা ধরে যায়। এরকমই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে ভিডিওতে যেমন আমরা একটা শিক্ষা পাচ্ছি, তেমনই ভিডিও টা দেখে হাসিও পাচ্ছে। আসলে ভিডিওটা দেখে একটাই জিনিশ বোঝা যাচ্ছে যে, অকারণে কাউকেই বিরক্ত করা উচিৎ না। সেটা পশু হোক আর মানুষ।

ভাইরাল ওই ভিডিওতে দেখাঁ যাচ্ছে যে, একটি গলির মধ্যে কয়েকজন বাচ্চা সিঁড়ির মধ্যে বসে আছে। আর তাঁদের ঠিক উল্টো দিকে একটি কালো হৃষ্টপুষ্ট ষাঁড় দাঁড়িয়ে আছে। ষাঁড়টি চুপচাপই রাস্তায় দাঁড়িয়ে আছে।

তখনই পিছন থেকে একজন ব্যাক্তি লাঠি নিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে। আর তিনি যখনই ষাঁড়টির সামনে যান, তখন নিজেকে আটকাতে না পেরে ষাঁড়ের উপর ওই লাঠি দিয়ে হামলা করে দেন। অযথা হামলায় চরম ক্ষেপে যায় ষাঁড়টি। এরপর সে ওই ব্যাক্তিকে তাড়া করে ওনাকে গুঁতো মেরে হাওয়ায় তুলে দেয়।

ব্যাক্তিকে শিক্ষা দেওয়ার পর ষাঁড় সেখান থেকে চলে যায়। এরপর সেখানে বসে থাকা বাচ্চারা ওই ব্যাক্তিকে দেখার জন্য ছুট দেয়। কিন্তু উনি নিজে থেকে নিজেকে সামনে নিয়ে আবারও লাঠি নিয়ে ষাঁড়ের পিছনে যান। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।

X