নির্বাচনে লড়ার জন্য আজীবন ব্রহ্মচর্য থাকার প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করলেন এই ব্যক্তি

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মতো উত্তর প্রদেশেও নির্বাচনী পারদ চড়ছে। যোগী রাজ্যে সামনেই পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। গ্রামগুলিতে প্রার্থীরা নির্বাচনের রাজনৈতিক সমীকরণ প্রস্তুত করতে ব্যস্ত। ভোটারদের মন জয় করতে আর গ্রাম প্রধানের চেয়ারে কবজা করতে প্রার্থীরা নতুন নতুন পদ্ধতি আপন করে নিচ্ছেন। এরকমই এক মামলা উত্তর প্রদেশের বালিয়া থেকে সামনে আসছে। সেখানে এক ব্যক্তি পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য আজীবন ব্রহ্মচর্য থাকার প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করলেন।

2 38

উল্লেখ্য, এই মামলা বালিয়া জেলার মুরলী ছাপরা ব্লিকের শিবপুর করণ ছাপরা গ্রাম পঞ্চায়েতের। সেখানে আজীবন অবিবাহিত থাকার সংকল্প করা জিতেন্দ্র সিং হাতি গ্রাম প্রধানের নির্বাচনে লড়াই করার জন্য বিয়ে করে ফেললেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি নির্বাচনে লড়াই করার জন্য এতই উৎসুক যে, তিনি বিয়ের দিনক্ষণ শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করেন নি। এবার বিয়ে করে তিনি নিজের স্ত্রীকে নির্বাচনের ময়দানে নামাবেন।

marriage 1200

এই মামলায় সংরক্ষণ তালিকা জারির পর শুরু হয়েছে। গ্রাম প্রধান পদ মহিলার জন্য সংরক্ষিত, এরপর ওই ব্যক্তি তড়িঘড়ি বিয়ে করার সিদ্ধান্ত নেন। এবার তিনি নিজের স্ত্রীকে গ্রাম প্রধান পদের জন্য পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করতে চলেছেন। হাতি সিং দীর্ঘদিন ধরে সমাজসেবী হিসেবে কাজ করে আসছেন। সমাজসেবার জন্যই তিনি আজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

election voting

২০১৫ সালের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম প্রধান পদের জন্য হাতি সিং নির্বাচনে লড়েছিলেন, কিন্তু মাত্র ৫৭ ভোটে হেরে গিয়েছিলেন। হাতি সিং এবারও নির্বাচনে লড়াই করা আর জয় হাসিল করার আশায় বসেছিলেন। কিন্তু মহিলাদের জন্য ওই আসন সংরক্ষিত থাকার কারণে তিনি আর নির্বাচনে দাঁড়াতে পারেন নি। এরপর হাতি সিংয়ের ঘনিষ্ঠরা ওনাকে বিয়ে করার পরামর্শ দেন। এরপর হাতি সিং তড়িঘড়ি বিহারের এক মহিলার সঙ্গে ২৬ মার্চ রেজস্ট্রি ম্যারেজ করে নেন।

Marriage 2

হাতি সিংয়ের স্ত্রী অনেকদূর পর্যন্ত পড়াশোনা করেছেন আর তিনি নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত। হাতি সিংয়ের সঙ্গে বিয়ে করার পর মধুচন্দ্রিমায় যাওয়া বাদে নির্বাচনে প্রচারে নেমে পড়েন তিনি। ১৪ এপ্রিল বালিয়ায় মনোনয়নের প্রক্রিয়া শুরু হবে। আর সেদিনই হাতি সিংয়ের স্ত্রী মনোনয়ন দাখিল করবেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর