খালে পড়ে গেছিল হাতির শাবক! ফরেস্ট অফিসার কাঁধে করে মায়ের কাছে পৌঁছে দিলো, ছবি ভাইরাল

বাংলাহান্ট ডেস্কঃ মানুষের সাথে হাতির বন্ধুত্ব যে ঠিক কতটা পুরোনো তা বলা শক্ত। স্থল ভাগের বৃহত্তম প্রাণী আর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর এই সম্পর্কের রসায়ন অন্যান্য অনেক প্রাণীর থেকেই আলাদা। এখনো অনেকেই এই বিশাল প্রাণীটিকে সন্তান স্নেহে লালন করেন, বন্ধুত্বের বন্ধনে বাঁধেন। হাতিও তার প্রতিদান দেয়। মানুষ আর হাতির এই সম্পর্কের রসায়ন নিয়ে রয়েছে অনেক গল্প, তৈরি হয়েছে কালজয়ী সিনেমাও। আবারও নেট জগতে ভাইরাল হল মানুষ ও হাতির সেই অনন্য সম্পর্কের ছবি।

images 28 6

 

খালে পড়ে থাকা একটি হস্তী শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন এক বনকর্মী। পালানিছামি সরথকুমার নামের সেই বনকর্মী নিজের কাঁধে চড়িয়ে নিজের থেকে ভারী সেই হস্তী শাবককে ফিরিয়ে দেবার ছবি ভাগ করেছিলেন আরেক বনকর্মী দিপিকা বাজপেয়ী। যা ইতিমধ্যেই নেট পাড়ায় আলোড়ন তুলেছে। পালানিছামি সরথকুমারের মানবিকতা ও পশুপ্রেমের ধন্য ধন্য রব তুলেছেন নেটিজেনরা।

যদিও দিপিকা নিজেই জানিয়েছেন, এই ছবিটি বেশ পুরোনো, ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন এই ছবি সম্পর্কে। জানা যাচ্ছে, ছবিটি ২০১৭ সালের ডিসেম্বর মাসের। বনকর্মীরা জানতে পারেন যে, একটি মা হাতি পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। দ্রুত সেখানে পৌঁছে গিয়ে তারা সেই শাবককে খালের মধ্যে খুঁজে পান। এবং মায়ের কাছে ফেরত দিয়ে আসেন।

এক নেটিজেন এই ছবিটি প্রসঙ্গে সঠিক ভাবেই মন্তব্য করেছেন, Never seen before a man holding an elephant’s calf on the shoulder. It seems he is true worker from heart. Good work. A rare pic to see. (কোনও ব্যক্তির হস্তী শাবক কাঁধে ধারণ করার আগে কখনও দেখেনি। মনে হয় তিনি হৃদয় থেকে সত্যিকারের কর্মী। ভাল কাজ. দেখার জন্য একটি বিরল ছবি)


সম্পর্কিত খবর