৭০ কোটি ইউরোর বিনিময়ে মেসিকে একপ্রকার ছিনিয়ে নিচ্ছে ম্যান সিটি

বাংলা হান্ট ডেস্কঃ একপ্রকার চূড়ান্ত হয়ে গেল মেসির (Leo messi) ম্যান সিটিতে যাওয়া। ইউরোপের মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী অন্তত এমনটাই মনে করা হচ্ছে। জানা গিয়েছে প্রিমিয়ার লিগের দল ম্যান সিটিতে 70 কোটি ইউরোর বিনিময়ে যোগ দিতে চলেছেন এই আর্জেন্টাইন তারকা।

এই মরশুমে এখনো বার্সেলোনার ট্রেনিং সেশনে যোগদান করেননি লিও মেসি। তার মতে বার্সেলোনার সঙ্গে তার দশ দিন আগেই চুক্তি শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেনতেন প্রকারে মেসিকে নিজেদের দলে রাখতে মরিয়া বার্সা কর্তৃপক্ষ।

122561259b273cbdd0c52c90ee504647ac84c30c3e3f978734e4a7f6e0afa9b1823aba1e7

মেসির এজেন্ট হচ্ছেন তার বাবা নিজেই। আর তাই মেসির বাবার সঙ্গে ইতিমধ্যে কথা বলেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, জানা গিয়েছে মেসি নিজেই আর থাকতে চান না বার্সেলোনায়। তিনি নিজেকে আর বার্সেলোনার ফুটবল হিসাবে ভাবতে চান না। মেসি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি বাসা ছাড়বেন। আর তাই বার্সেলোনা কর্তৃপক্ষ চাইছে মেসির জন্য 70 কোটি ইউরো ধার্য করতে। মনে করা হচ্ছে এই যাবতীয় বিতর্কের নিষ্পত্তি হতে চলেছে আদালতে।

এরই মধ্যে পাওয়া খবর অনুযায়ী 70 কোটি ইউরো দিতেও রাজী হয়ে গিয়েছে ম্যানচেস্টার সিটি অর্থাৎ সিটি গ্রুপ। তারা মেসির জন্য ইতিমধ্যে 70 কোটি ইউরো দিতে রাজি হয়ে গিয়েছে। মেসি ম্যানচেস্টার সিটিতে যোগদান করলে কোচ হিসেবে পাবেন বার্সেলোনার প্রাক্তন কোচ পেপ গার্দিওয়ালাকে, যার তত্ত্বাবধানেই মেসির ক্যারিয়ার একসময় টপ গিয়ারে ছিল।

Udayan Biswas

সম্পর্কিত খবর