বাংলা হান্ট ডেস্ক: এক অবাক কান্ড ঘটেছে প্যারিসে। প্যারিসের এম জেভিয়ার্স নামক এক ব্যাক্তি ২০১৩ সালে টি এস ও নামক রেল কোম্পানি, যেখানে সে কর্মরত, তার কাজেই একটি ব্যবসায়িক ট্রিপে যায় লইরেট এ। এই পর্যন্ত অবাক হওয়ার কিছু নেই । সেখানে সে অন্য একটা হোটেলে এক অপরিচিতনা নারীর সাথে ঘনিষ্ঠ হয় সেই ব্যাক্তি, এবং সেই মুহূর্তে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।না এখানেই ঘটনার সমাপ্তি নয়। আসল ঘটনাটা এর পরে। কোর্টে মামলা ওঠে। এবং কোর্ট এক অদ্ভুত রায় দেয়। প্যারিস কোর্ট এই সম্পূর্ণ ঘটনাটিকে ব্যবসায়িক কর্ম জনিত দুর্ঘটনা বলে ব্যাখ্যা করে এবং সেই কোম্পানিকে নির্দেশ দেয় মৃতের পরিবারকে ক্ষতপূরণ দিতে!
কোম্পানির তরফ থেকে অবশ্য বলা হয় যে যেহেতু সেই ব্যাক্তির কোম্পানি প্রদত্ত হোটেলে মৃত্যু হয়নি, এমনকি কোম্পানির কোনো কাজ করা কালিনও মৃত্যু হয়নি বরং একজন সম্পূর্ণ অপরিচিতা ব্যাক্তির সাথে ঘনিষ্ট হওয়া কালীন তার মৃত্যু হয়েছে তাই কোম্পানি এর ক্ষতিপূরণ দিতে কোনো ভাবেই বাধ্য নয়। কিন্তু কে শোনে কার কথা!! কোর্ট ত নিজের রায় ঘটনাটিকে ব্যবসায়িক দুর্ঘটনা বলেই বর্ননা করেছে।তাই অগত্যা এখন কোর্টের নির্দেশ ই মানতে হবে।