বাংলাহান্ট ডেস্ক: হজ (hajj) যাত্রার জন্য জমিয়ে রাখা টাকা দুঃস্থ মানুষদের জন্য উৎসর্গ করে দিলেন আব্দুর রহমান। সেই টাকায় খাবার কিনে অসহায় মানুষদের মধ্যে বিতরণ করলেন তিনি। লকডাউনের মধ্যে এই উদ্যোগে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই ব্যক্তি।
বেঙ্গালুরুতে একটি ফার্মে কাজ করেন আব্দুর রহমান। বাবা পেশায় শ্রমিক, মা বাড়িতে বিড়ি বাঁধেন। সবার রোজগার মিলিয়েই সংসার চলে তাদের। অনেক বছর ধরেই মক্কা মদিনায় হজে যাওয়ার পরিকল্পনা করছিলেন আব্দুর। মা বাবারও তাই ইচ্ছা ছিল। সেই মতো আগামী বছর হজে যাওয়া স্থির করেন বছর ৫৫র আব্দুর। টাকাও জমাচ্ছিলেন একটু একটু করে।
কিন্তু এই লকডাউনে মানুষের দুর্দশা দেখে মত পরিবর্তন করেন আব্দুর। সিদ্ধান্ত নেন এই জমানো টাকায় খাওয়াবেন গরীব অসহায় মানুষকে। বানতাল তালুকের গুডিনাভেলি গ্রামে বসবাসকারী ২৫টি পরিবারের হাতে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছেন তিনি।
এই কাজে এখনও পর্যন্ত ৮০ হাজার টাকা খরচ করেছেন আব্দুর রহমান। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, লকডাউনে মানুষ দুমুঠো খেতে পাচ্ছে না। এই অবস্থায় যদি তাদের পাশে দাঁড়ানো যায় সেটাই প্রকৃত সেবা। এভাবেই আল্লাহকে পাওয়া যায়।