শিব-পার্বতী সেজে বাইকে চড়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করার জের, গ্রেফতার করল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নানান বৈচিত্রময় চিত্র আমাদের সামনে উঠে আসে, যা আমাদের অবাক করে তোলে। এ সকল ঘটনার কথা আমরা দৈনন্দিন জীবনে কল্পনাই করতে পারি না। সম্প্রতি এমনি একটি দৃশ্য উঠে এসেছে, যা হতবাক করে তুলেছে সকলকে। বর্তমানে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে শিবকে (Shiva) বাইক চালাতে দেখা গিয়েছে, একইসঙ্গে তার পিছনে বসে রয়েছেন স্বয়ং মা পার্বতী! প্রকৃতপক্ষে এক ব্যক্তি এবং এক মহিলা শিব-পার্বতীর সাজে প্রতিবাদে রাস্তায় নামেন, যা দেখে হতচকিত হয়ে পড়ে সকলে। পরবর্তীতে শিবের সাজে থাকা ওই ব্যক্তিটিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

একদিকে যেমন পেট্রোল-ডিজেল সহ জ্বালানির দাম হু-হু করে বেড়ে চলেছে, আবার অপরদিকে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সরগরম হয়ে পড়েছে দেশের রাজনীতি। সম্প্রতি মা কালী বিতর্কে তোলপাড় দেশ। ধর্মীয় ভাভাবেগে আঘাত লাগার প্রসঙ্গে প্রতিবাদে নেমেছে বহু মানুষ আর এরমাঝেই ভগবান শিব এবং পার্বতীকে নিয়ে সাজসজ্জা যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে।

বর্তমানে জ্বালানির দাম যে হারে বেড়ে চলেছে, তার প্রতিবাদ করতেই একটি পথনাটিকার আয়োজন করেন বিরিঞ্চি বোরা এবং করিশমা নামের ওই ব্যক্তি এবং মহিলাটি। অসমের নওগাঁও-এ এদিন সকাল হতেই বাইকে চড়ে তাদেরকে পথনাটিকা করতে দেখা যায়। পরবর্তীতে বিরিঞ্চি বোরা নামে ওই ব্যক্তিটি বলেন, “প্রধানমন্ত্রী দেশের মানুষের কথা ভেবে দেখেন না। শুধুমাত্র পুঁজিবাদীদের স্বার্থ দেখা তাঁর কাজ। আমাদের সকলের উচিত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে নামা।”

যদিও এই ঘটনায় শেষপর্যন্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সম্পূর্ণ ঘটনা দরুণ সমালোচনায় সরব হয়েছে বজরং দল। তাদের দাবি, “এইভাবে শিব-পার্বতীর সাজে প্রতিবাদ করার মাধ্যমে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে।” যার কারণে পরবর্তীতে ব্যক্তিটিকে গ্রেফতার করা হয় বলে খবর।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর