বাংলা হান্ট ডেস্কঃ কথায় বলে মন থেকে কোনো কাজ করলে সে কাজে সাফল্য অবধারিত। এমনই সাফল্যের এক নাম হালিম সরকার। ওপারবাংলার (Bangladesh ) টাঙ্গাইলের (Tangail) ভবানিটেকি গ্রামের বাসিন্দা হালিম। পেশায় একজন ব্যবসায়ী (Business Man) তিনি, বছরে উপার্জন করেন কোটি কোটি টাকা। তবে কিসের ব্যবসা করে এত পরিমান অর্থ উপার্জন করে সে?
হালিম সরকার (Halim Sarkar), তার কোটি টাকা উপার্জনের উৎস পেয়ারা( Guava)। কি অবাক হচ্ছেন তো? শুধুমাত্র নিজের বাগানে চাষ করা পেয়ারা বিক্রি করে বছরে এত পরিমান অর্থ উপার্জন করেন তিনি।
এ বিষয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হালিম সরকার জানিয়েছেন, তার বাবা পেশায় জোতদার ছিলেন। চাষবাসও করতেন তিনি। ২০০৫ সালে হজ করতে যাবেন বলে হালিমের উপর জমি সামলানোর দায়িত্ব দিয়ে যান তার বাবা। দু’মাস জমির কাজ সামলানোর পর চাষবাসের প্রতি আগ্রহ জন্মায় হালিমের। সেখান থেকেই শুরু হয় পথ চলা।
কাজের প্রথম দিকে তিনি আনারস, ধান এবং সবজির চাষ করলেও পরের দিকে লাভজনক ফল চাষে ঝোঁক দেখান। শুরুর দিকে ইউটিউব দেখে নিজেই চাষবাসের পদ্ধতি শেখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাতে খুব একটা লাভবান হন নি। তবে হাল ছাড়েননি তিনি। সফল চাষের কৌশল আয়ত্ত করতে রাজশাহীতে পৌঁছান তিনি। সেখানেই মাসখানেক থেকে পেয়ারা চাষের কলাকৌশল আয়ত্ত করেন হালিম সরকার। তিনি জানান, পেয়ারা চাষে তার এই অসাধারণ সাফল্য দেখে ওই অঞ্চলের অনেকেই তার নিকট পেয়ারা চাষের কৌশল শিখতে চান।
শুধু তাই নয়, এলাকার অনেকে হালিমের থেকে চাষবাসের শিক্ষা গ্রহণ করে লাভবান হয়েছেন। কোনো নামিদামি চাকুরী নয় বরং ব্যবসা করে সাফল্যের সিঁড়ি ছুঁয়েছেন তিনি। হালিমের এই অসাধারণ সাফল্যে গর্বিত হালিমের পরিবার সহ এলাকার মানুষজন।