বাংলাহান্ট ডেস্কঃ আবারও একটি সবাইকে তাজ্জব করার মত ঘটনা সামনে এল। একটি লোক বাড়িতে মাত্র একটি বাল্বই জ্বালায়। কিন্তু বিদ্যুতের বিল এল ১২ হাজার টাকার। যা দেখে চক্ষু চড়কগাছ ওই বিদ্যুৎ গ্রাহীতার।
ঘটনাটি ঘটল ওড়িশার কালাহান্দিতে। সেখানে সাধারণ দারিদ্র্য সীমার নীচের লোকজনের বসবাস। তাই ১২ হাজার টাকার বিল দেখে ক্ষুদ্ধ হয়ে ওঠে তারা। এমনকি সোমবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শঙ্কর মিশ্রের একটি প্রতিমূর্তি ভেঙে ক্ষোভ দেখাতে শুরু করে।
স্থানীয় লোকজনের প্রশ্ন আমি ঘরে একটি মাত্র বাল্ব জ্বালালে কখনই ১২ টাকার বিল আসে ? একটি বাল্ব ব্যবহার করলে কত খরচ হয় ? এ প্রসঙ্গে, সেখানকার এক স্থানীয় বাসিন্দা জানায় ‘আমি একটি মাত্র বাল্ব ব্যবহার করছি, তাই বিদ্যুতের বিল আমরা ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিতে পারি। হটাৎ করেই ১২ হাজার টাকার বিল কিভাবে আসে ?’ তাদের কথায় ‘মহামারীর সময় একবার এসে ৫০০ টাকা নিয়েছিল। ৫-৬ মাস পর এখন আমাদের ১২ হাজার টাকা দিতে বলছে!’
Odisha: After receiving electricity bills of over Rs 12,000, people under BPL (Below Poverty Line) category in Kalahandi burn an effigy of Odisha Energy Minister
"I use one bulb & I received a bill of Rs 12,500. How much does it cost to use a single bulb?" asked a local (29.03) pic.twitter.com/paLfcbMzD1
— ANI (@ANI) March 29, 2021
আর এক স্থানীয় বাসিন্দা জানায়, ‘আমি বিপিএল ক্যাটাগরিতে রয়েছি এবং উজ্জ্বলা যোজনায় বিদ্যুৎ সংযোগ পেয়েছি। একটি মাত্র তার আছে আমার বাড়িতে। এখনও মিটার নেই। আমি জিজ্ঞাসা করতে চায় বিদ্যুৎ মন্ত্রী ধনী দের জন্য নাকি দারিদ্রদের জন্য ?’
অন্যদিকে, কংগ্রেস সভাপতি নিরঞ্জন পাটনায়েক সরাসরি সরকারকে এর জন্য দায়ী করে। তিনি বলেন, ‘সরকার এবং কোম্পানি গুলি নিজেদের ক্ষয়ক্ষতি মেটাতে এভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে।’
উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল থেকে বিদ্যুতের উপর অতিরিক্ত শুল্ক কার্যকর হতে চলেছে সেখানে। ইতিমধ্যেই ২০২১-২২ অর্থবর্ষের জন্য ওড়িশার বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা (Odisha Electricity Regulatory Commission বা OERC) অতিরিক্ত শুল্ক অনুমোদন করেছে। যা নিয়ে বিরোধীরা জোর সমালোচনাও শুরু করেছে সরকারের বিরুদ্ধে।