বাংলা হান্ট ডেস্ক : পরিচয় বদলে বিবাহযোগ্য তরুণীদের বিয়ে করার মত প্রতারণার ঘটনা আজকের নতুন নয়। তবে এবার যেটা ঘটল তা সত্যিই অবাক করার মত। রাজ্যজুড়ে ইডির দাপাদাপির মাঝেই ঘটে গেল ভয়ানক কাণ্ড। কারণ, কোনও সাধারণ পরিচয় নয়, নিজেকে খোদ ইডি (Enforcement Directorate) অফিসার বলে দাবি করলেন সোনারপুরের (Sonapur) বাসিন্দা প্রদীপ সাহা (Pradip Saha)। ভুয়ো পরিচয় দিয়ে তিনি এক তরুণীর থেকে লক্ষ লক্ষ টাকাও হাতিয়েছেন বলে খবর। ঠিক কী ঘটেছিল?
তরুণীর পরিবারের অভিযোগ, ‘শাদি ডট কম’ ওয়েবসাইট থেকে প্রদীপের সাথে তাদের পরিচয় হয়। সেখানেই নিজেকে ইডি কর্তা বলে দাবি করেন তিনি। বিয়ের কথাবার্তা আগাতেই প্রকাশ্যে আসতে থাকে প্রদীপ সাহার কারনামা। শোনা যায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। তবে আসল পরিচয় ফাঁস হতেই জুটল বেদম মারধর।
সুত্রের খবর, তরুণীর বাড়ি বিরাটিতে। আজ থেকে প্রায় ন’য় মাস আগে ‘শাদি ডট কম’র ওয়েবসাইটে প্রদীপ সাহার সাথে পরিচয় হয় ঐ তরুণীর। সেই সময় নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দেয় অভিযুক্ত ব্যক্তি। দুই পরিবারের মধ্যে কথাবার্তা আগাতে থাকে। বিয়ের কার্ড অবধি ছাপা হয়ে গেছিল বলে খবর। আর তারপর থেকেই একটার পর একটা দাবি করতে থাকে প্রদীপ।
আরও পড়ুন : বকেয়া ডিএ মিটিয়ে দেবে সরকার? বিপুল হারে বাড়বে বেতন! বাজেটের আগে বড় আপডেট
কখনও বলেন, দুর্নীতিবাজদের তদন্ত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য টাকা চাই, তো কখনও আবার বলেন কাজের প্রয়োজনে টাকা চাই। এইভাবে কয়েক ধাপে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি। এছাড়াও তরুণীর কাছ থেকে যখন তখন টাকা চাইতে পৌঁছে যেতেন। দাবি দাওয়া বাড়তেই সন্দেহ দানা বাঁধে তরুণীর মনে। এরপরেই প্রদীপ সম্পর্কে খোঁজ নিতে তরুণীর ভাই ও বাবা পৌঁছায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।
আরও পড়ুন : RSS-র স্বয়ংসেবক খুনে বড় রায় হাইকোর্টের! নিষিদ্ধ সংগঠন PFI-র ১৫ জনকে মৃত্যুদণ্ড কেরল আদালতের
খোঁজ নিয়ে জানতে পারেন প্রদীপের সমস্ত কথাই মিথ্যা। এই নামের কোনও ব্যক্তি ইডি দফতরে কাজ করেননা। এরপরেই প্রদীপকে মেরে তার হাত পা বেঁধে সিজিও কমপ্লেক্সের সামনে নিয়ে আসে তরুণীর পরিবার। ভুয়ো আইডি কার্ড ও ইডি লেখা জ্যাকেটও উদ্ধার করা হয়েছে বলে খবর। যদিও প্রদীপের দাবি এই সমস্তকিছুই মিথ্যা। তাকে জোরজবরদস্তি ফাঁসানো হয়েছে। আপাতত তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে তরুণীর পরিবার।