ঘুরতে যাওয়াই হল কাল, গভীর গুহায় আটকে পড়লেন যুবক! উদ্ধার করতে ঘাম ছুটল উদ্ধারকারীদের

বাংলাহান্ট ডেস্ক: বন্ধুর সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়ে হল চূড়ান্ত বিপদ। একটি গুহায় পড়ে দীর্ঘ সময়ের জন্য সেখানেই আটকে রইলেন এক ব্যক্তি। প্রায় ৪৫ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকার পর অনেক চেষ্টা করে তাঁকে উদ্ধার করেছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলায়। 

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রেড্ডিপেট গ্রামের বাসিন্দা রাজু তাঁর এক বন্ধুর সঙ্গে সিঙ্গারায়াপল্লি জঙ্গল অঞ্চলে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁর মোবাইল একটি গুহায় পড়ে যায়। সেই মোবাইল উদ্ধার করতে গুহায় প্রবেশ করেন রাজু। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি।

man stuck in cave

দু’টি বড় পাহর দিয়ে তৈরি ১৫ গভীর ওই গুহার মুখ তুলনায় ছোট ছিল। তাই সেখানে ঢুকতে পারলেও আর বেরোতে পারেননি রাজু। গুহাতে আটকে যান তিনি। তাঁকে উদ্ধার করতে তড়িঘড়ি সেখানে এসে পৌঁছন রাজুর আত্মীয় স্বজন। এক স্থানীয় ব্যক্তিও রাজুকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু কেউই তাঁকে বের করতে পারেননি।

এরপর খবর দেওয়া হয় পুলিশে। তারা সেখানে এসে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ আধিকারিকরা ক্রমাগত চেষ্টা করতে থাকেন রাজুকে উদ্ধার করার। তাঁরা একটি পাথর ঠেলে সরিয়ে রাজুকে সেখান থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা বিফলে যায়। দীর্ঘ সময় ধরে চলতে থাকে উদ্ধার কাজ।

Man trapped inside cave

এই অবস্থায় রাজু যাতে অসুস্থ হয়ে না পড়েন, খেয়াল রাখা হয় সেদিকেও। তাঁকে জল ও খাবার দেওয়া হয়। এদিকে উদ্ধার কাজে দীর্ঘ সময় পেরিয়ে যেতে থাকে। কিন্তু রাজুকে উদ্ধার করা সম্ভব হয় না। শেষ পর্যন্ত পুলিশ সিদ্ধান্ত নেয়, একটি পাথর ভঙে রাজুকে গুহা থেকে বের করা হবে।

যদিও উদ্ধারকারী দলকে এই কাজটি অতিরিক্ত সাবধানতার সঙ্গে করার নির্দেশ দেওয়া হয়। কারণ পাথর থেকে রাজুর আঘাত লাগার সম্ভাবনা ছিল। তাতে আরও বিপদ হতে পারত। উদ্ধারকারী দলের তরফে আজ দুপুর আড়াইটে নাগাদ একটি বুলডোজার আনানো হয়। তারপর একটি পাথর ভেঙে অবশেষে ৪৫ ঘণ্টা পর রাজুকে উদ্ধার করা হয়। তাঁকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


Subhraroop

সম্পর্কিত খবর