দুষ্কৃতীরা ৩১ টুকরো করেছিল জামাইবাবুকে! বদলা নিতে অভিযুক্তের দাদাকে ৩১টি গুলি করল শ্যালক

বাংলা হান্ট ডেস্ক: অত্যন্ত বিরল এবং মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের বুলন্দশহর। খুনের বদলা নিতে গিয়ে কার্যত আরেকটি নৃশংস খুনের ঘটনা ঘটল সেখানে। জানা গিয়েছে যে, গত ৮ মে বুলন্দশহরে খুন হয়েছিলেন এক চিকিৎসক। রীতিমত তাঁর ক্লিনিকে ঢুকেই দুষ্কৃতীরা গুলি করে খুন করে শাদাব নামের ওই চিকিৎসককে। আর সেই ঘটনার তদন্তে নেমেই চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ওইদিন শাদাবকে মোট ৩১টি গুলি করে দুষ্কৃতীরা। পাশাপাশি, পুরনো শত্রুতার জেরেই এই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। এদিকে, একজন মানুষকে মারতে যেখানে একটি গুলিই যথেষ্ট সেখানে ৩১ টি গুলি করার বিষয়টিই ভাবিয়ে তোলে সবাইকে। এমতাবস্থায়, এই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে আরও পুরোনো একটি খুনের মামলার প্রসঙ্গ সামনে আসে।

আর সেই খুনের সঙ্গেই জড়িত ছিলেন নিহত শাদাবের ভাই রাগিব দাসনা। যদিও, বর্তমানে খুনের অভিযোগে জেলবন্দি রয়েছেন তিনি। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে, তাহলে দুষ্কৃতীরা শাদাবকে খুন করল কেন? পাশাপাশি, ঘটনার তদন্তকারী পুলিশও উত্তর খুঁজতে থাকে এই প্রশ্নের।

তখনই ফের ইরফান নামে এক ব্যক্তির খুনের প্রসঙ্গ উঠে আসে। তদন্তের পরিপ্রেক্ষিতে পুলিশ জানতে পারে যে, শাদাবের খুনের সঙ্গে ইরফানের খুনেরও একটি যোগসূত্র রয়েছে। পরে, বিস্তারিত তদন্তের ভিত্তিতে জানা যায়, গত ১৮ মার্চে ইরফানকে নৃশংস ভাবে খুন করা হয়।

এমনকি, তাঁর দেহটিকে ৩১ টুকরো করে ফেলা হয়েছিল। স্বাভাবিকভাবেই, এই চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় হয়ে ওঠে হাপুর। এমতাবস্থায়, ইরফানকে খুনের অভিযোগ ওঠে শাদাবের ভাই রাগিব দাসনার বিরুদ্ধে। এমনকি, অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করে পুলিশ।

কিন্তু এই আবহেই প্রতিশোধের আগুনে জ্বলছিলেন আরও একজন। শুধু তাই নয়, ইরফানের খুনের বদলা নেওয়ার জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরই শ্যালক কাসিফ। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে, জামাইবাবুর (ইরফান) হত্যার বদলা নিতে কয়েক জন পেশাদার শার্প শ্যুটারকে ভাড়া করেছিলেন কাসিফ।

আর তারাই শাদাবকে সেদিন গুলি করে হত্যা করে। মূলত, রাগিবকে না পেয়ে শাদাবকেই খুন করে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই পুলিশ ওই তিন শার্প শুটারকে গ্রেফতার করেছে। পাশাপাশি, এই ঘটনার পরিকল্পনাকারী কাসিফেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

এদিকে, এই ঘটনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, শাদাবকে মোট ৩১টি গুলি করা হয়। এমতাবস্থায় পুলিশের ধারণা, ইরফানকে খুনের পর তার দেহটিকে যে ভাবে ৩১ টুকরো করা হয়েছিল, সেই কথা মাথায় রেখেই ওই সংখ্যক গুলির মাধ্যমে খুন করা হয় শাদাবকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর