ছেড়েছেন মোটা মাইনের চাকরি, গো-হত্যা বন্ধের বার্তা নিয়ে হেঁটে গোটা ভারত ঘুরছেন সফটওয়ার ইঞ্জিনিয়ার

বাংলাহান্ট ডেস্ক : পেশায় ছিলেন সফটওয়ার ইঞ্জিনিয়ার। কিন্তু, মাউস, কি-বোর্ডের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন বছর পাঁচেক আগে। মোটা মাইনের চাকরির মায়া ত্যাগ করে এখন পায়ে হেঁটে ভারত ভ্রমণে বেড়িয়েছেন রাজস্থানের এক উচ্চশিক্ষিত যুবক শিবরাজ সিং শেখওয়াত। লক্ষ্য একটাই, গোহত্যা বন্ধ করা এবং গোমাতার সুরক্ষা।

জানা গিয়েছে, শিবরাজ সিং শেখওয়াত তামিলনাড়ুর রামেশ্বরম থেকে ২০২১ সালের ১১ ডিসেম্বর পদব্রজে বেরিয়ে পড়েন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বড়াচৌমাথায় তিনি এসে পৌঁছেছিলেন। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ছত্রিশগড়, ওড়িশা হয়ে দিনকয়েক আগেই বাংলায় পা রাখেন তিনি। শুক্রবার আউশগ্রামের উপর দিয়ে তিনি বীরভূম জেলার তারাপীঠে গিয়েছিলেন। তীব্র রোদ, ঝড়বৃষ্টি উপেক্ষা করে দেশের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে দৌড়ে চলেছেন তিনি। আর বিশ্রাম নেওয়ার জন্য বেছে নিচ্ছেন রাস্তার পাশে গাছের ছায়া।

   

চলার পথে স্থানীয়দের সঙ্গে দেখা হলে গোমাতার সেবা ও গো সুরক্ষার কথা বলছেন। জানা গিয়েছে, দেশের সমস্ত রাজ্যেই পা রাখবেন শিবরাজ। বিভিন্ন রাজ্যের তীর্থস্থানগুলিতেও যাবেন। চারধাম, ১২ জ্যোর্তিলিঙ্গ দর্শন করবেন।

জানা গিয়েছে,  শিবরাজ  সিং শেখওয়াত ২০১৭ সালে বি টেক পাশ করেছেন। তারপর একটি বহুজাতিক সংস্থার সাথে যুক্ত ছিলেন পাঁচবছর। ওই যুবক কথায়,ছ য়মাস আগে স্বপ্নাদেশ পেয়েই বাড়ি থেকে বেড়িয়েছেন তিনি। প্রায় দুই বছর ধরে পদব্রজে দেশভ্রমণের উদ্দেশ্যেই ঘর ছেড়েছেন শিবরাজ।

SIBRAJ

প্রসঙ্গত উল্লেখ্য, গো-রক্ষকদের হিংসাত্মক আচরণ নিয়ে এক সময় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও৷ গত বছর এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘গো-ভক্ত ও গো-সেবা আলাদা৷ গো-হত্যা নিষিদ্ধ করতে দেশজুড়ে আইন আনার পক্ষে সওয়াল করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ সেই সঙ্গে এটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন, গো-রক্ষার নামে হিংসা কখনওই সমর্থনযোগ্য নয়৷ এ ধরনের হিংসা গো-রক্ষা উদ্দেশ্যকেই কলঙ্কিত করে দেয়৷ গো-রক্ষায় উদ্যোগী হওয়া উচিত, কিন্তু তা আইন ও সংবিধান মেনে৷

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর